Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

লেবার নেতা হিসেবে সাদিককে দেখতে চান ব্রিটিশ ভোটাররা

হাফিংটন পোস্ট ইউকে’র সহায়তায় বিএমজি পরিচালিত জরিপ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছিলেন সাদিক খান। এবার তাকে লেবার দলের নেতা হিসেবে দেখতে চান ব্রিটিশ ভোটাররা। বর্তমানে লেবার দলের নেতা প্রাজ্ঞ রাজনীতিক জেরেমি করবিন। কিন্তু এক জনমত জরিপে দেখা গেছে, ভোটাররা চাইছেন করবিনের উচিত পদ থেকে সরে যাওয়া। তার পরিবর্তে নেতা বানানো উচিত সাদিক খানকে। হাফিংটন পোস্ট ইউকে’র সহায়তায় বিএমজি এ জরিপ পরিচালনা করেছে। এতে বরা হয়েছে, শতকরা ৫৭ ভাগ মানুষ মনে করেন জেরেমি করবিনের সঙ্গে তুলনা চলে না কারো। তবে পরবর্তীতে লেবার দলের নেতা হিসেবে লন্ডনের মেয়র সাদিক খানই হবেন সেরা প্রার্থী। ১৫০০ ভোটারের ওপর ওই জরিপ চালানো হয়। এর মধ্যে শতকরা ১২ ভাগ এমনটাই মত দিয়েছেন। দ্বিতীয় সেরা প্রার্থী হিসেবে তারা মত দিয়েছেন ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যামের প্রতি। তবে শতকরা ৩ ভাগ ভোটার মনে করেন লেবার দলের পরবর্তী নেতা হওয়া উচিত একজন নারী। ওদিকে ছায়া চ্যান্সেলর জন ম্যাকডোনেলের প্রতি সমর্থন রয়েছে শতকরা ৩ ভাগ ভোটারের। একই অবস্থা ছায়া ব্রেক্সিট মন্ত্রী কেইর স্টারমার, ছায়া স্বরাষ্ট্র মন্ত্রী ডায়ানে অ্যাবোট। ছায়া পররাষ্ট্রমন্ত্রী এমিলি থর্ণবারিকে সমর্থন করেছেন শতকরা মাত্র ২ ভাগ ভোটার। এখনও পর্যন্ত লেবার দলে কোনো নারী নেতৃত্ব আসেননি। হাফিংটন পোস্ট।



 

Show all comments
  • দিদার সোবহানী ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ৫:০০ পিএম says : 0
    সাদিক খান লেবার দলের নেতা হলে ভালোই হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ