Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের মতো অবস্থা আমাদেরও হতে পারে

উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা আজম খান

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভবিষ্যতে রোহিঙ্গাদের মতো অবস্থা আমাদেরও হতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা আজম খান। গত শনিবার লক্ষনৌতে সমাজবাদী পার্টির রাজ্য সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি ওই আশঙ্কা ব্যক্ত করেন। আজম খান মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে বলেন, ওরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টানকে বিভক্ত করে আলাদা করে দিতে চাচ্ছে। আপনারা হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টানের সম্মিলিত শক্তিতে পরিণত হোন। আমি আপনাদের সকলের পুরোনো সঙ্গী। তিনি বিজেপিকে টার্গেট করে বলেন, যারা আমাদের পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, তারা বলুন আমরা ভারতে সবচেয়ে ভালো মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় কি পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য তৈরি করেছি? তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলছেন, ৬ মাসের মধ্যে কোনো দাঙ্গা হয়নি। সেটা তো আমিও বলি যে দাঙ্গা আপনারাই করিয়ে থাকেন। গুজরাট পর্যন্ত দাঙ্গাকারী আপনারা এবং দাঙ্গা থামানোতেও আপনারা। আজম খান বলেন, মিথ্যা কথা বলে ক্ষমতায় আসা যায় কিন্তু সবসময় তা থাকবে না। তিনি বলেন, এটা উত্তর প্রদেশের দুর্ভাগ্য যে লোকদের পেনশন বন্ধ হয়ে গেছে, যাতে তাদের চুলো জ্বলত। ওই জালিমদের জন্য বদদোয়া করুন যারা কর্মসংস্থান কেড়ে নিয়েছে, শান্তি কেড়ে নিয়েছে, পেট চিরে যারা দেখেছে আপনারা কী খেয়েছেন! তিনি বলেন, এটাই আমাদের মহান ভারত, এটা আমাদের মায়ের গর্ভ যেখানে আমাদের রক্ত ছড়িয়ে আছে। কবরস্থানের নামে, শ্মশানের নামে, ঈদের নামে, দেওয়ালির নামে আমাদের ক্ষতের হিসাব, আমাদের ক্ষতের ব্যথা জানাও যায় না। এটাই বিস্ময়কর সত্য যা গোটা বিশ্ব দেখছে। এনডিটিভি, পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ