Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শততম ম্যাচে উজ্জ্বল সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ম্যাচটি ছিল বার্সেলোনার জার্সিতে লুইস সুয়ারেজের শততম ম্যাচ। গোল ও দলের জয় দিয়ে দিনটাকে স্বরনীয় করে রাখলেন উরুগুইয়ান তারকা। লা লিগায় জিরোনার বিপক্ষে বার্সাও পেয়েছে ৩-০ গোলের জয়। নবাগত দলটির বিপক্ষে বার্সার জয়ে বাকি দুটি গোলই ছিল আত্মঘাতী।
এই প্রথম জাতীয় ও শীর্ষ পর্যায়ে মুখোমুখি হয় কাতালান দল দুটি। ছোট্ট মন্তিলিভি স্টেডিয়ামটি এদিন পূর্ণ ছিল প্রায় সাড়ে ১৩ হাজার দর্শকে। হারলেও নিজেদের মাঠে বসে দর্শকরা এদিন দেখলেন দুর্দান্ত জিরোনাকেই। বার্সা গোলরক্ষক মার্ক টার স্টেগেন অমন দুর্দান্ত না হলে স্প্যাানিশ জায়ান্টদের জালে প্রথমে গোলউদযাপন করত স্বাগতিকরাই। তিন গোল হজম করলেও জিরোনা গোলরক্ষক গোরকা ইরাইজজ লিওনেল মেসির বিপক্ষে ছিলেন আরো দুর্দান্ত। সুপারম্যানীয় স্টাইলে আর্জেন্টাইন তারকার একটি ফ্রি-কিক প্রতিহত করেন সাবেক অ্যাথলেটিক বিলবাও গোলরক্ষক। শুধু মেসি নয়, সুয়াজের-রাকিটিচদেরও একাধীকবার গোলবঞ্চিত করেন ইরাইজজ।
তাতে অবশ্য বার্সার টানা ষষ্ঠ জয়ে ছেদ পড়েনি। ছয় ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে আর্নেস্তো ভালভার্দের দল। লিগে তাদের প্রধান প্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদের সাথে ৭ পয়েন্টের ব্যবধানও তাতে বজায় রয়েছে। একই দিনে তাদের আগে প্রতিপক্ষের মাঠে জয় উদযাপন করে রিয়াল। তরুণ মিডফিল্ডার ডানি সেবালোসের জোড়া গোলে এদিন আলাভেজকে ২-১ গোলে হারায় জিনেদিন জিদানের দল। একই দিনের প্রথম ম্যাচে ইয়ানিক কারাসকো ও অঁতোয়ান গ্রিজম্যানের গোলে ঘরের মাঠ ওয়ান্ডা মেটোপোলিটানোতে সেভিয়াকে ২-০ গোলে পরাজিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটি দেখতে এদিন দর্শক গ্যালারিতে ছিলেন চেলসি থেকে আবারো পুরোনো ক্লাবে অ্যাটলেটিকোতে ফিরে আসা তারকা স্প্যানিশ ফরোয়ার্ড দিয়েগো কস্তা।
মূল একাদশে প্রথমবারের মত খেলতে পেরেই কোচের আস্থার প্রতিদান দেন স্প্যানিশ অনূর্ধ্ব-২১ দলের মিডফিল্ডার সেবালোস। ম্যাচ শেষে রিয়াল বস জিদান বলেন, ‘আজ আমাদের তিন পয়েন্ট খুব জরুরি ছিল। আমরা অসাধারণ ফর্মে নেই, কিন্তু এটা নিশ্চিত যে অন্য দিনগুলোর তুলনায় আমরা ভাল খেলেছি।’ মঙ্গলবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচকে সামনে রেখে জিদান দলের তারকা খেলোয়াড়দের এদিন বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।
অবশ্য দলে ছিলেন তার প্রধাণ অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে টানা দ্বিতীয় ম্যাচেও অনুজ্জ্বল ছিলেন পর্তুগিজ তারকা। জিদান অবশ্য এ নিয়ে চিন্তিত নন, ‘গোল করতে না পারলে আপনি হতাশ থাকবেন, কিন্তু রোনালদো শান্ত আছে। সে গোল করতে চায় এবং এটা করার জন্য অনেক সুযোগও সে পেয়েছিল। আমরা জানি, শেষ পর্যন্ত সে ম্যাচের পার্থক্য গড়ে দেবে।’
ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে রিয়াল। ১৪ পয়েন্ট নিয়ে এদিন দুইয়ে উঠে এসেছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো। এক পয়ন্ট কম নিয়ে তিনে সেভিয়া।
একনজরে ফল
জিরোনা ০-৩ বার্সেলোনা
এস্পানিওল ৪-১ দিপোর্তিভো
অ্যাট. মাদ্রিদ ২-০ সেভিয়া
আলাভেস ১-২ রিয়াল মাদ্রিদ
মালাগা ৩-৩ অ্যাথলেটিক ক্লাব



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ