নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
লক্ষ ছিল কালই বরিশালের দুয়েকটি উইকেট তুলে নেয়া। কিন্তু ১২ ওভার সময় পেয়েও কাজটা করতে পারেনি খুলনা। প্রথম স্তরের ম্যাচটি জিততে তাই শেষ দিনে খুলনাকে নিতে হবে পুরো ১০ উইকেট। একই লক্ষ্যে বরিশালের দরকার ৩৭১ রান।
১৯তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় কিছুটা রোমাঞ্চ অপেক্ষা করছে এই একটি ম্যাচেই। প্রকৃতির বাধায় বাকি তিনটি ম্যাচই হাঁটছে নিরুত্তাপ ড্রয়ের দিকে। দ্বিতীয় স্তরে রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৩২ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম বিভাগ। নিজেদের প্রথম ইনিংসে জবাব দিতে নেমে দিন শেষে ১ উইকেটে ১৪৭ রান করেছে রাজশাহী। এছাড়া ঢাকা বিভাগ ও রংপুর বিভাগের মধ্যকার প্রথম স্তরের ম্যাচটি গতকাল প্রথমবারের মত ১৭ ওভার মাঠে গড়ালেও টানা তৃতীয় দিনের মত পরিত্যাক্ত ঘোষণা করা হয় ঢাকা মেট্রো ও সিলেট বিভাগের মধ্যকার দ্বিতীয় স্তরের ম্যাচটি।
শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং-এ নেমে প্রথম ইনিংসে ৪৪৪ রান করা খুলনা তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ১১৬ রান তুলে। এর মাঝে প্রথম ইনিংসে ২৫৮ রানে গুটিয়ে যায় বরিশাল। সর্বোচ্চ ১০১ রান করে অপরাজিত ছিলেন মোহাম্মাদ নুরুজ্জামান। আল-আমিন হোসেন ও আব্দুর রাজ্জাক নেন ৪টি করে উইকেট। ফলে ১৮৬ রানের লিড পায় খুলনা। সেই লিডকে দ্বিতীয় ইনিংসে আরো বড় করে বরিশালের সামনে ৪০৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে ইনিংস ঘোষণা করেন খুলনা অধিনায়ক আব্দুর রাজ্জাক। লক্ষ্যে খেলতে নেমে দিন শেষে বিনা উইকেটে ৩২ রান করেছে বরিশাল। দুই ওপেনার ফজলে মাহমুদ ১৫ ও রাফসান আল মাহমুদ ১৩ রান করে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসে খুলনার পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করে করেন নুরুল হাসান ও তুষার ইমরান (অপরাজিত)। এই ইনিংসে বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সোহাগ গাজী।
শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন টস হেরে মাত্র ৪৩ ওভার ব্যাটিংয়ের সুযোগ পাওয়া চট্টগ্রামের প্রথম ইনিংস গতকাল শেষ হয় ৪৩২ রানে। আগের দিনই দলের পক্ষে সর্বোচ্চ ৯৪ রান করে আউট হন ইয়াসির আলী। এছাড়া অধিনায়ক ইরফান শুক্কুর ৬৫, সাজ্জাদুল হক ৬৮, ইফতেখার সাজ্জাদ ৪৩ রানে আউট হলেও কাজী কামরুল ইসলাম অপরাজিত ৩২ রানে অপরাজিত ছিলেন। গতকাল কামরুল আউট হন ৪৪ রান করে। রাজশাহীর শরিফুল ইসলাম ৩টি ও নাজমুল হোসেন শান্ত নেন ২টি করে উইকেট।
নিজেদের প্রথম ইনিংসে জবাব দিতে নেমে দিন শেষে ভালো অবস্থানে রয়েছে রাজশাহী। অধিনায়ক জহিরুল ইসলাম অপাজিত আছেন ৭৫ রানে। তার সঙ্গী শান্ত অপরাজিত ২৫ রানে। আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান মাইশুকুর রহমান করেন ৩৬ রান। বুষ্টির বাধায় দুপুরের পর আর খেলা হয়নি।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে গতকালও বাজে আউটফিল্ডের কারণে খেলা ছিল হুমকির মুখে। শেষ বিকেলে খেলা হয় মাত্র ১৭ ওভার। তা থেকে ঢাকার বিপক্ষে বিনা উইকেটে ৪৯ রান করেছে রংপুর। ২৮ রানে অপরাজিত আছেন সায়মন আহমেদ, ২০ রানে জাহিদ জাবেদ। এছাড়া কক্সবাজারের শেষ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রো ও সিলেটের খেলা এদিনও পরিত্যাক্ত হয় বুষ্টি ও বাজে আউটফিল্ডের বাধায়।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
খুলনা-বরিশাল (১ম স্তর)
খুলনা : ৪৪৪ ও ৪৯ ওভারে ২১৬/৭ ডিক্লে. (রবি ২৪, নুরুল ৫৭, মেহেদি ২৮, তুষার ৫৭*, জিয়াউর ১৬, মাশরাফি ১৬; রাব্বি ২/৪২, মনির ২/৭০, সোহাগ ৩/৭৮)।
বরিশাল : (আগের দিন ১৭১/৬) ৮০ ওভারে ২৫৮ (রাফসান ৫৮, নুরুজ্জামান ১০১*, মনির ৩০; মাশরাফি ১/৩২, আল-আমিন ৪/৭২, রাজ্জাক ৪/৯০, মেহেদি ১/৪৯)। ও ১২ ওভারে ৩২/০ (লক্ষ্য ৪০৩) (ফজল ১৫*, রাফসান ১৩*)।
চট্টগ্রাম-রাজশাহী (২য় স্তর)
চট্টগ্রাম : ৪৩২। রাজশাহী : ৩৯ ওভারে ১৪৭/১ (মাইশুকুর ৩৬, জহুরুল ৭৫*, শান্ত ২৫*; ইমরুল ১/৩০)।
ঢাকা-রংপুর (১ম স্তর)
রংপুর : ১৭ ওভারে ৪৯/০ (সায়মন ২৮*, জাহিদ ২০*)।
এছাড়া ঢাকা মেট্রো ও সিলেটের মধ্যকার ম্যাচ টানা তৃতীয় দিন পরিত্যাক্ত
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।