Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজ হারের মুখে অজিরা

| প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : সিরিজ জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ২৯৪ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিরাট কোহলির দলের সংগ্রহ ৩৫ ওভারে ২ উইকেটে ১৯৩ রান। ৭৬ বলে ৭০ রান করে ফিরেছেন আজিঙ্কে রাহানে, ৬২ বলে ৭১ রান করে রোহিত শর্মা। ২২ রানে কোহলি ও ২৬ রানে পান্ডিয়া অপরাজিত ছিলেন।
৫ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে অজিরা। ওপেনার ডেভিড ওয়ার্নার ৪৪ বলে ৪২ রান করে থামলেও ১২৫ বলে ১২৪ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন অ্যারোন ফিঞ্চ। এছাড়া অধিনায়ক স্টিভেন স্মিথ করেন ৭১ বলে ৬৩ রান। এক পর্যায়ে তাদের সংগ্রহ ছিল ৩৪ ওভারে ১ উইকেটে ২০০ রান। শেষদিকে দ্রæত উইকেট হারানোয় সংগ্রহটা (২৯৩/৬) বাড়েনি সফরকারীদের। দুটি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ ও কুলদীপ নায়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ