মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের দমননীতির নিন্দা জানিয়েছে সৌদি আরব। শনিবার জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের তার দেয়া ভাষণে দমননীতির কঠোর সমালোচনা করেন। খবর রয়টার্সের।
সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন, আমার দেশ মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের নিপীড়ন ও জোরপূর্বক অবরুদ্ধকরণের নীতির প্রতি গভীরভাবে উদ্বিগ্ন এবং এর নিন্দা জানাচ্ছে।
রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ সরব হলেও এতদিন মুখ বন্ধ করে ছিল ইসলামের জন্মভূমি বলে পরিচিত সৌদি আরব।
গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। নিহত হয়েছে অন্তত ৫ হাজার রোহিঙ্গা।
জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর এ অভিযানকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছে। এ সংকট নিরসনে জাতিসংঘ ও ক্ষমতাধর দেশগুলোর ওপরও চাপ বাড়ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।