Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের জন্য তুর্কি-কুয়েত ব্যাংকের ২ লাখ ৮৫ হাজার ডলার অনুদান

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:২৮ এএম

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের সাহায্যের জন্য তুরস্কভিত্তিক রেডক্রসকে তুর্ক-কুয়েত ব্যাঙ্ক ২ লাখ ৮৫ হাজার ডলার (বাংলাদেশী ২ কোটি ৩৩ লাখ টাকারও বেশি) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। রাজধানী ইস্তাম্বুলে অনুদান চেক হস্তান্তর বিষয়ক আয়োজিত অনুষ্ঠানে তুর্ক-কুয়েত ব্যাংকের পরিচালক উফুক আওয়ান বলেন, তুর্কি রেড ক্রিসেন্ট সারা বিশ্বে মজলুম অসহায়দের সাহায্যের জন্য কাজ করে যাচ্ছে।

সামাজিক দায়বদ্ধতার মূলনীতির ভিত্তিতে ব্যাঙ্ক ২৮৫ হাজার ডলার অনুদানের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের কর্মকর্তা এবং গ্রাহকদের আবেদনের প্রেক্ষিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে উফুক আওয়ান। পরিচালক আশা প্রকাশ করে বলেন, ব্যাংকের এ অনুদান অন্যান্য প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে রোহিঙ্গাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতি। সূত্র : আনাদোলু এজেন্সি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ