Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের জন্য মালয়েশীয় ত্রাণবাহী বিমান চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গণহত্যা নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা ভাগ্যাহত রোহিঙ্গা মুসলমান শরণার্থীদের জন্য ত্রাণবাহী আরও একটি বিমান এসেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল (শনিবার) বিকেল ৫টা ৫৫ মিনিটে মালয়েশিয়ার সরকারের মানবিক সহায়তা হিসেবে প্রেরিত ত্রাণসামগ্রীবাহী বিমানটি অবতরণ করে। আনীত ত্রাণসামগ্রীর পরিমাণ ১০১ দশমিক ৫০ টন। মালয়েশীয় ত্রাণ সাহায্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, শুকনো খাবারসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মালয়েশীয় ত্রাণসামগ্রী গ্রহণ করেন। এসব ত্রাণসামগ্রী খুব শিগগিরই কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পসমূহে প্রেরণ করা হবে। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম নিবিড় এবং সুশৃঙ্খলভাবে তদারক করছে সেনাবাহিনীর চৌকস টিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ