নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
৩৪তম জাতীয় ও অনুর্ধ্ব-১৮ জুডোতে বিকেএসপি ও বাংলাদেশ আনসারের জয়জয়াকার। অনুর্ধ্ব-১৮ পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। রানার্স আপ হয়েছে বাংলাদেশ আনসার। অনুর্ধ্ব-১৮ মহিলা দলগত বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার, রানার্স আপ হয়েছে বিকেএসপি। পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রার্নাস আপ হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। আর মহিলা দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। রানার্স আপ হয়েছে বাংলাদেশ আনসার। গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী এই প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এস.কে আবু বাকের (অব:)। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম সেলিম, ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ আনসারের ক্রীড়া অফিসার রায়হার উদ্দিন ফকিরসহ অন্যান্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।