মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের একটি অজ্ঞাত স্থান থেকে গত শুক্রবার খোররামশাহর নামের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। উদ্বোধনের কয়েক ঘণ্টা পরই খোররামশাহর নামের এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো। রাজধানী তেহরানে একটি সামরিক মহড়ার সময় এই ক্ষেপণাস্ত্রটির উদ্বোধন করা হয়। পরে সেটির পরীক্ষা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় স¤প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ে (আইআরআইবি) প্রচারিত একটি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত একটি স্থান থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। ওই ভিডিওতে চারটি ভিন্ন কোণ থেকে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড বের হওয়ার দৃশ্য দেখা যায়। এর আগে এদিন সকালে তেহরানে একটি সামরিক মহড়ায় ক্ষেপণাস্ত্রটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিসহ শীর্ষ কর্মকর্তারা। খোররামশাহর নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে পারবে। এর আগে কাদর-এফ ও সেজ্জিল নামের একই ক্ষমতাসম্পন্ন দুটি ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করে মধ্যপ্রাচ্যের দেশটি। প্রেস টিভি, আইআরআইবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।