Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রিয়ায় নেকাব বোরকায় চেহারা ঢাকলেই জরিমানা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নেকাব বা বোরকার মাধ্যমে চেহারা ঢেকে রাখা কোন মুসলিম নারীকে যদি শনাক্ত করা না যায় তাহলেই জরিমানা গুনতে হবে। এমন ঘোষণা দিয়ে বেশ জোরেশোরে মাঠে নেমেছে অস্ট্রিয়ায় সরকার। প্রসঙ্গত, আগামী ১ অক্টোবর থেকে দেশটিতে পাকাপাকিভাবে চালু হবে এই আইন। সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই আইনে বলা হয়, চেহারা ঢেকে যায়- এমন যেকোনো ধরনের পোশাক পরে জনসম্মুখে এলে তাঁকে এক হাজার ৫০০ টাকা (১৫০ ইউরো) জরিমানা করা হতে পারে। এ ছাড়া পুলিশ চাইলে সন্দেহজনক ব্যক্তির ঘটনাস্থলেই ওই ধরনের পোশাক খুলে ফেলতে হবে। এতে বাধা দিলে তাদের থানায় নিয়ে যাওয়া হবে। ইনডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ