মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচন প্রভাবিত করতে দেশটির ২১টি অঙ্গরাজ্যকে লক্ষ্যস্থল করেছিল রাশিয়ার সরকারি হ্যাকাররা। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ইউসকনসিন, ওহাইও, ক্যালিফোর্নিয়াসহ আরো ১০ অঙ্গরাজ্য জানিয়েছে তারা লক্ষ্যস্থল হওয়া ওই অঙ্গরাজ্যগুলোর মধ্যে ছিল। রুশ হ্যাকারদের তৎপরতার বিষয়ে ওই রাজ্যগুলোকে তারা সতর্ক করেছিল বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট, কিন্তু রাজ্যগুলোর নাম জানাতে অস্বীকার করেছে তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপের কথা অস্বীকার করে অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া; অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও রাশিয়ার সঙ্গে কোনো ধরনের আঁতাতের কথা অস্বীকার করেছেন। উল্লিখিত অঙ্গরাজ্যগুলোর পাশাপাশি আলবামা, আলাস্কা, কলোরাডো, কনেকটিকাট, ফ্লোরিডা, টেক্সাস ও ওয়াশিংটন অঙ্গরাজ্যও রাশিয়ার হ্যাকারদের লক্ষ্য হওয়ার কথা নিশ্চিত করেছে, তবে হ্যাকাররা সফল হয়নি বলে দাবি করেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।