Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরাতে বাংলাদেশী শ্রমিকদের শ্রম বিক্রির চালচিত্র

অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসা শিগগিরই চালুর দাবি

| প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : আরব আমিরাতের আজমানে একটি পাকিস্তানি হোটেলের সামনে দেখা গেল বেশ কিছু অপেক্ষমান মানুষের জটলা। জানা গেল, এরা হলেন পাকিস্তান, বাংলাদেশ ও ভারত থেকে আসা শ্রমিক। সকাল ৭টা থেকে ৯-১০টা পর্যন্ত এদের জমায়েত ঘটে এখানে। আসেন শ্রম বিক্রি করতে। আবার কিছু মানুষ আসেন তাদের কিনতে। চলতে থাকে অন্যান্য পণ্যের মতো বেচাকেনার দর নির্ধারণ। এরই মধ্য দিয়ে এক পর্যায়ে বিক্রি হয় তাদের শ্রম। এসব শ্রমিকের বেশির ভাগই কোনো না কোনো প্রতিষ্ঠানে বেতনাদি ঠিকমতো না পাওয়া, নির্যাতনের শিকার অথবা কম বেতনে শ্রম দিতে বাধ্য হয়ে এ পথ বেছে নিয়েছেন।
জানা গেছে, প্রতিদিন কাজ পাওয়া গেলে আয় ভাল হয় তাদের। ব্রাহ্মণবাড়িয়ার আবুল বাশার ও দিনাজপুরের শওকত জানান, প্রতিদিন এক থেকে দেড়শ’ দেরহাম মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতে পারলে দেড় দুই হাজার দেরহাম আয় করা যায়। তবে তারা বলেন, পাকিস্তান ও ভারতের কিছু শ্রমিক এভাবে কাজ করে আসলেও আমরা বাংলাদেশী শ্রমিকরা এভাবে কাজ করতে চাই না। কারণ এভাবে কাজ করা আরব আমিরাতের আইনে অপরাধ। অন্যদিকে সুনাম নষ্ট হয় বাংলাদেশের। কিন্তু দেশটিতে ২০১২ সালের মধ্য আগস্ট থেকে বাংলাদেশী শ্রমিকদের নতুন নিয়োগ ভিসা ইস্যু ও অভ্যন্তরীণ রিলিজ/ট্রান্সফার ভিসা প্রক্রিয়া বন্ধ থাকার কারণে অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে ভিসা লাগিয়ে কাজ করার সুযোগ না থাকায় পরিস্থিতি শিকারে বাধ্য হয়ে তাদের মতো আরো অনেকেই এভাবে অর্থ আয় করছেন বলে জানান তারা। তবে নতুন নিয়োগ ভিসা পুরোপুরিভাবে খোলার আগে আমিরাতে বাংলাদেশিদের জন্য অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসা শিগগিরই চালু করানোর ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি তাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ