Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধারাবাহিকতায় চোখ ওয়ালশের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে টাইগাররা। অনভিজ্ঞ দলটির বিপক্ষে ভালো পারফর্মেন্স করছে দলের ব্যাটসম্যান আর বোলাররা। তবে আফ্রিকার মাটিতে জয় পেতে হলে মূল ভূমিকা রাখতে হবে দলের পেসারদেরই। আর তাই ধারাবাহিকতাই মূলমন্ত্র। এমনটাই জানিয়েছেন দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ‘আমাদের ব্যাসিক ক্রিকেট খেলতে হবে এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে। জায়গামত দীর্ঘক্ষণ বল করতে পারলে সুযোগ আসবেই। দল হিসেবে বাংলাদেশ ভালো করতে চায়। আর ভালো করতে হলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে অবশ্যই। প্রস্তুতি ম্যাচটি মূল ম্যাচের আগে আমাদের শেষ ম্যাচ। তারা এখন পর্যন্ত ঠিক মতোই বল করছে। এখানে যারা পরিকল্পনা অনুযায়ী ভালো বল করবে প্রথম টেস্টের একাদশে তাদেরই দেখা যেতে পারে।’ একইসঙ্গে এই প্রস্তুতি ম্যাচটি দলের ব্যাটসম্যান ও বোলারদের জন্য অনেক বেশি কাজে দিচ্ছে মনে করছেন এই উইন্ডিজ কিংবদন্তী ক্রিকেটার। জানিয়েছেন, ‘প্রস্তুতি ম্যাচটি বোলার এবং ব্যাটসম্যানদের জন্য অনেক কাজে দিচ্ছে। এখন পর্যন্ত সবকিছু ঠিকমতোই আগাচ্ছে। তবে আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ