Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভাল সুযোগ দেখছেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দলের সাম্প্রতিক পারফরমেন্স এবং প্রতিপক্ষের বেশ কিছু তারকা খেলোয়াড়ের অনুপুস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজে ভাল কিছু করার সুযোগ দেখছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। আসন্ন সিরিজে প্রোটিয়া দলের দুই তারকা পেসার ডেল স্টেইন ও ভারনন ফিলান্ডার এবং অন্যতম ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স না থাকা টাইগারদের আরো বেশি উজ্জীবিত করবে কিনা- জানতে চাইলে মুশফিক বলেন, ‘সম্ভবত’। তবে স্বাগতিক হিসেবে প্রোটিয়ারা ভয়ঙ্কর, এটাও জানা আছে বাংলাদেশ টেস্ট অধিনায়কের, ‘বেশ কিছু ভাল বোলার ও ব্যাটসম্যান থাকায় দক্ষিণ আফ্রিকা এখনো শক্তিশালী দল বলে আমি মনে করি। এটা দলগত খেলা এবং এখনো তাদের দলটি খুবই ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী। তারপরও সিরিজটি চ্যালেঞ্জিং হবে। স্টেইন এবং ফিলান্ডার না থাকায় আমরা সম্ভবত কিছুটা এগিয়ে থাকব। নিজ কন্ডিশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাটা মোটেই সহজ হবে না। সুতরাং এটা আমাদের জন্য একটা পরবর্তী ধাপ। আমরা দেশের বাইরে ভাল করতে চাই এবং এটা আমাদের জন্য একটা বড় সুযোগ।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ