নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জাতীয় জুডো প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরুর দিনেই সাতটি স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার। মহিলা বিভাগে মাইনাস ৬৩কেজি ওজন শ্রেনীতে আনসারের বিলকিস খাতুন, মাইনাস ৫৭কেজিতে বিকেএসপি’র শাহিদা খাতুন, মাইনাস ৫২কেজিতে আনসারের মাসিনু মারমা, মাইনাস ৪৮কেজিতে আনসারের সুইপ্রæ মারমা স্বর্ণপদক জেতেন। এছাড়া মাইনাস ৪৪কেজিতে আনসারের নিলুফা আক্তার এবং মাইনাস ৪০ কেজিতে আনসার দলের স্মৃতি খাতুন স্বর্ণপদক জেতেন। এদিকে পুরুষ বিভাগে মাইনাস ৭৩কেজিতে আনসারের বামপ্রæ মারমা, মাইনাস ৬৬ কেজিতে আনসারের শরিফ হোসেন এবং মাইনাস ৬০ কেজিতে স্বর্ণপদক জেতেন বিকেএসপি’র আবু রায়হান। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন জুডো ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এসকে আবু বাকের (অব.)। এসময় ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম সেলিম উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।