নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আসন্ন হিরো দশম পুরুষ এশিয়া কাপ হকি টুর্নামেন্টের জন্য ২২ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। দলে নিয়মিত একাদশের জন্য ১৮জন এবং ষ্ট্যান্ড বাই হিসেবে চার জন খেলোয়াড়কে জায়গা দেয়া হয়েছে। দেশসেরা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমিকে অধিনায়ক ও পুস্কর ক্ষিসা মিমেকে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ১১ অক্টোবর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে এশিয় হকির বৃহৎ এ আসরের খেলা। শেষ হবে ২২ অক্টোবর। টুর্নামেন্টকে সামনে রেখে বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রধান কোচ মাহবুব হারুনের তত্বাবধানে কঠোর অনুশীলনে মগ্ন জাতীয় দল।
ঘোষিত জাতীয় দলের সদস্যরা হলেন- অসিম গোপ, আবু সাইদ নিপ্পন, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ সিটুল, রেজাউল করিম বাবু, ইমরান হাসান পিন্টু, মামুনুর রহমান চয়ন, রুম্মান সরকার, নাইম উদ্দিন, হাসান যুবায়ের নিলয়, সারোয়ার হোসেন, কামরুজ্জামান রানা, রাসেল মাহমুদ জিমি (অধিনায়ক), পুস্কর ক্ষিসা মিমো (সহকারী অধিনায়ক), মিলন হোসেন, মাইনুল ইসলাম কৌশিক ও আরশাদ হোসেন। ষ্ট্যান্ড বাই- বিপ্লব কুজুর, মাহবুব হোসেন, সোহাসুর রহমান সবুজ ও দ্বীন ইসলাম ইমন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।