Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিশ্বের সবচেয়ে ধনী নারীর জীবনাবসান

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ৯৪ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে ধনী নারী লিলিয়ান বেটেনকোর্ট। প্রসাধনী নির্মাণ প্রতিষ্ঠান লরিয়েলের এই উত্তরাধিকারী গত বৃহস্পতিবার রাতে মারা গেছেন বলে জানিয়েছে বিবিসি। ১৯০৯ সালে লিলিয়ানের বাবা ইউজিন স্কুইলার চুলের রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান চালু করেন। পরবর্তীতে এটি লরিয়েল গ্রুপ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। চলতি বছরের সর্বশেষ হিসাব অনুযায়ী, লিলিয়ান বেটেনকোর্টের চার হাজার কোটি মার্কিন ডলারের সম্পদ ছিল। সেই সুবাদে তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী নারী। ২০১২ সালে লরিয়েলের পরিচালনা পর্ষদ থেকে সরে আসেন লিলিয়ান। এরপর থেকে তাকে জনসমক্ষে খুব কমই দেখা যেত। পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিজ বাড়িতে রাতে শান্তিপূর্ণভাবে মারা গেছেন লিলিয়ান। লরিয়েলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জিন পল অ্যাগন এক বিবৃতিতে বলেছেন, লিলিয়ান বেটেনকোর্ট সবসময় কোম্পানি ও এর কর্মকর্তাদের ওপর সবসময় নজর রাখতেন এবং এর সফলতা ও উন্নয়নে সবসময় তার সংশ্লিষ্টতা ছিল। তার প্রতি আমাদের সবার ছিল গভীর ভালোবাসা। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ