Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেদাভেদ না করতে মমতাকে কলকাতা হাইকোর্টের নিষেধ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 ইনকিলাব ডেস্ক : স¤প্রতি দুর্গাপূজায় প্রতীমা বিসর্জন পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু কলকাতার উচ্চ আদালত এক রায়ে ওই নিষেধাজ্ঞার সমালোচনা করা হয়। আদালত মনে করে, নাগরিকের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা কোন রাজ্যের কাম্য নয়। আর সকল ধর্মের লোকজনের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারী রায়ে বলেন, ‘তাদের (হিন্দু ও মুসলিম স¤প্রদায়) একসঙ্গে মিলেমিশে থাকতে দিন। এই দুয়ের মধ্যে কোন বিভেদ রেখা টেনে দেবেন না। স¤প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা আসন্ন পূজা ও মহররমের দিনকে কেন্দ্র করে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করেন। সভায় এক সিদ্ধান্তে মমতা ঘোষণা দেন, মুসলিম স¤প্রদায়ের পবিত্র মুহাররমের জন্য ৩০ সেপ্টেম্বর রাত ১০টার পর থেকে কোন দুর্গা প্রতীমা বিসর্জন দেওয়া হবে না এবং পরদিন ১ অক্টোবরও এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। মূলত ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে দুই ধর্মের অনুসারীরা যেন মুখোমুখি অবস্থানে গিয়ে কোন বিশৃঙ্খলার সৃষ্টি না করে- এমনটাই চেয়েছিলেন মমতা। মমতার এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে বিপুল আলোচনা সমালোচনার ঝড় উঠে পশ্চিমবঙ্গে। রাজ্যের বিজেপি নেতারা মমতার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। কেউ কেউ তাকে মুসলিম ঘেঁষা আখ্যা দেওয়া থেকে শুরু করে নানারকম টিটকারিমূলক বক্তব্যও প্রচার করেন। শেষ পর্যন্ত সুরাহার জন্য বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। দ্য হিন্দুস্থান টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ