Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন নিষেধাজ্ঞায় ট্রাম্পের স্বাক্ষর

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পারমাণবিক পরীক্ষা বন্ধ না করায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় নতুন পদক্ষেপ নেয়ার ব্যাপারে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কেরিয়ার সঙ্গে ব্যবসা পরিচালনা করা মার্কিন প্রতিষ্ঠানগুলোর উপর নজরদারি ও ব্যবস্থার অনুমতি পেয়েছে মার্কিন অর্থ বিভাগ। গতকাল শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের সর্বশেষ নিষেধাজ্ঞা জারির দুই সপ্তাহের মধ্যেই এই নতুন মার্কিন নিষেধাজ্ঞা আসলো। চীনের কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য চীনা ব্যাংকগুলোকেও পিয়ংইয়ংয়ের সঙ্গে ব্যবসা বন্ধের নির্দেশ দিয়েছে। গত বৃহস্পতিবার নতুন নিষেধাজ্ঞায় স্বাক্ষর করার পর ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার ঠেকাতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের প্রয়োজনীয় অনেক উৎসই বন্ধ হয়ে যাবে। টেক্সটাইল খাত, মৎস, তথ্য প্রযুক্তির বিষয়টি উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, অনেকদিন ধরেই উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা ব্যবহার করার সুযোগ দেওয়া হচ্ছিলো। ট্রাম্প বলেন, এই নিষেধাজ্ঞা একটি মাত্র দেশকেই লক্ষ্য করে করা। আর সেটা হচ্ছে উত্তর কোরিয়া। বিবিসি।

উত্তরকে সাহায্য পাঠাচ্ছে দক্ষিণ
ইনকিলাব ডেস্ক : পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে বাগুযুদ্ধ চলছেই। অন্যদিকে চীনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, কোরীয় উপদ্বীপের সংকট আরো চরম আকার ধারণ করছে। ঠিক এ পরিস্থিতির মধ্যেই উত্তর কোরিয়াকে ৮০ লাখ ডলার সমমূল্যের খাদ্য সহায়তা প্রদান-বিষয়ক পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দক্ষিণ কোরিয়া। এদিকে উত্তর কোরিয়াকে প্রদেয় সহায়তা সম্পর্কে দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের সঙ্গে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার সঙ্গে তাদের সহায়তা নীতিমালার কোনো সম্পর্ক নেই। তবে কবে নাগাদ এই সহায়তা দেয়া হবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ