Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মাদক পাচারে জড়িত প্রমাণ হলে পুত্রকেও হত্যা করব : দুতার্তে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেছেন, তার সন্তানের বিরুদ্ধে মাদক পাচারের যে অভিযোগ উঠেছে তা সত্য হলে তিনি তাকে হত্যা করবেন। তরুণ রাজনীতিবিদ পাওলো দুতার্তে (৪২) মাদক পাচারের সঙ্গে যুক্ত একটি চীনা গ্রæপের সদস্য বলে অভিযোগ করেন বিরোধী একজন আইনপ্রণেতা। তবে চলতি মাসে পাওলো সিনেটের তদন্তকারী দলের কাছে এ অভিযোগ অস্বীকার করেন। ম্যানিলায় প্রেসিডেন্ট প্রাসাদে গত বুধবার সরকারি কর্মীদের উদ্দেশে দুতার্তে বলেন, আমি আগেও বলেছি, আমার কোন সন্তান মাদকের সাথে জড়িত থাকলে আমি তাদেরও হত্যা করবো। যেন লোকজন কিছু বলতে না পারে। তিনি বলেন, সুতরাং আমি আমার ছেলে পাওলোকে বলছি, তুমি অভিযুক্ত হলে আমার নির্দেশ তোমাকে হত্যা করা। আর যে পুলিশ তোমাকে হত্যা করবে আমি তাকে রক্ষা করবো। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ