Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাখাইনে ‘শান্তি’ বজায় রাখতে মিয়ানমারকে চীনের আর্থিক সহযোগিতা

| প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানমার রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনের মুখে রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নিধনের সমালোচনা চলছে সারা বিশ্বে। এই পরিস্থিতিতে রাখাইনে ‘শান্তি’ বজায় রাখতে মিয়ানমারকে ১ লাখ ৪৭ হাজার ডলার সহযোগিতা দিয়েছে চীন। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, আর্থিক সহযোগিতা প্রদানের অনুষ্ঠানে মিয়ানমারে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হং লিয়াং উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, এই অর্থ রাখাইনে শান্তি ফিরিয়ে আনতে ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজে লাগবে। গেøাবাল টাইমসের খবরে বলা হয়েছে, রাখাইনে শান্তি বজায় রাখতে মিয়ানমার সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে চীন যা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে। মিয়ানমারের সমাজকল্যাণমন্ত্রী উইন মিয়াত আইয়ি অর্থ সহযোগিতার চীনকে ধন্যবাদ জানান এবং প্রতিশ্রুতি দেন সহযোগিতাটির উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা হবে। এদিকে, সিনহুয়া জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদির সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি রাখাইনের পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেন, রাখাইন রাজ্যে সংঘটিত সহিংসতার নিন্দা জানাচ্ছে চীন। তবে সেখানে ‘শান্তি ও স্থিতিশীলতা’ বজায় রাখতে মিয়ানমার সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার প্রতি আমাদের সমর্থন রয়েছে। সিনহুয়া, গেøাবাল টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ