Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাতে রেফারিদের সংবর্ধনা দিল ফেডারেশন

| প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : এশিয়ান কারাতে ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কারাতে রেফারি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কারাতে ফেডারেশন। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে গত ৩ থেকে ৬ আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক কারাতে রেফারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বাংলাদেশ থেকে মো: মজিবুর রহমান, আওলাদ হোসেন, এস ইসলাম শুভ, শরীফ জাদা কাউসার আহমেদ ও মোছা: লতা পারভীন অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে কারাতে ফেডারেশনের পক্ষ থেকে এই পাঁচ আন্তর্জাতিক কারাতে রেফারিকে ক্রেস্ট, বেøজার ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়ির সচিব ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মো: মোজাম্মেল হক খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিওএ’র উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ ও কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ