Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

গণহত্যা চালাচ্ছে মিয়ানমার : ম্যাক্রোঁ

| প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়ে পালাচ্ছে। সেখানে গণহত্যা চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। গত বৃহস্পতিবার একটি টেলিভিশন চ্যানেলকে প্রদত্ত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ফরাসি বার্তা সংস্থা এক টুইটারে এই খবর জানিয়েছে। নিউ ইয়র্কে ফরাসী টেলিভিশন চ্যানেল টিএমসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ জানান, মিয়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চলছে। ফরাসী প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সহযোগীদের নিয়ে ফ্রান্স উদ্যোগ নেবে যেন চলমান এই গণহত্যা ও জাতিগত নিধনের বিষয়ে জাতিসংঘ নিন্দা করে এবং আমরা যেন এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারি। ম্যাক্রোঁ বলেন, জাতিগত নিধনের যেকোনও প্রচেষ্টাকে আমাদের নিন্দা জানাতে হবে। জাতিসংঘকেই এই সহিংসতা বন্ধের আহŸান জানাতে হবে, মানবিক ত্রাণ সহায়তা জোরদারের আহŸান জানাতে হবে। জাতিসংঘ যখন আনুানিকভাবে নিন্দা জানাবে, তখন এই বৈশ্বিক সংস্থাটির অধীনেই মিয়ানমারে হস্তক্ষেপ করার মতো কার্যক্রমে নেওয়া সম্ভব। উল্লেখ্য, ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪ লাখের বেশি রোহিঙ্গা পালিয়েছে। জাতিসংঘ সামরিক বাহিনীর এক অভিযানকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছে। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ