Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘের প্রতি ফিলিস্তিনি প্রেসিডেন্ট অব্বাসের আহ্বান

| প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলের নির্মম দখলদারিত্বের অবসান ঘটিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিা নিশ্চিত করতে বৈশ্বিক সংস্থা জাতিসংঘকে তার ওপর অর্পিত দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ জন্য তিনি ইসরাইলকে ১৯৬৭ সালের সীমানা মেনে দুইটি পৃথক রাষ্ট্র গঠনের মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধানের দাবি জানান। পাশাপাশি যেসব রাষ্ট্র এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তাদের প্রতি সেই স্বীকৃতি দেওয়া এবং ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যের স্বীকৃতি দেওয়ার জন্য স্থায়ী পরিষদের প্রতি আহŸান জানান। গত বুধবার জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনের ভাষণে মাহমুদ আব্বাস এসব কথা বলেন। ভাষণে তিনি বলেন, ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাতে জাতিসংঘ আইনি, রাজনৈতিক, নৈতিক ও মানবিকভাবে দায়বদ্ধ। তাদের এটা নিশ্চিত করতে হবে যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের ৪ জুনে নির্ধারিত সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে স্বাধীনভাবে ফিলিস্তিনিরা বসবাস করবে। তিনি বলেন, আমরা ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ইসরাইলকে স্বীকৃতি দিয়ে আসছি। কিন্তু ইসরাইল অব্যাহতভাবে ওই সীমান্ত মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে। ইউএনজিএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ