Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু অস্ত্রবিরোধী চুক্তির নিন্দায় ন্যাটো

| প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পরমাণু অস্ত্র নিষিদ্ধ-সংক্রান্ত জাতিসংঘের চুক্তির বিরুদ্ধে নিন্দা জানিয়েছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, এ ধরনের উদ্যোগ উত্তর কোরিয়ার অব্যাহত পরমাণু অস্ত্র কর্মসূচি রুখতে চলমান আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। চলতি বছরের জুলাইয়ে পরমাণু অস্ত্র নিষিদ্ধ নিয়ে চুক্তিটিতে অনুমোদন দেয় জাতিসংঘ। তবে জাতিসংঘের যে নয়টি সদস্য দেশ পরমাণু অস্ত্রধারী তাদের কেউই এ চুক্তিতে অংশ নেয়নি। এছাড়া ন্যাটো সদস্য ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে এ চুক্তিতে অংশগ্রহণের কোনো ইচ্ছা তাদের নেই। ন্যাটোর মতে, জাতিসংঘের এ চুক্তিতে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় ক্রমবর্ধমান চ্যালেঞ্জকে উপেক্ষা করা হয়েছে। বিশ্বে এখন অব্যাহতভাবে নিরাপত্তাজনিত হুমকি বাড়ছে, বিশেষ করে পিয়ংইয়ং থেকে। স¤প্রতি দেশটি ষ ও এ যাবত্কালের মধ্যে সবচেয়ে শক্তিশালী পরমাণু পরীক্ষা চালিয়েছে। এমন পরিস্থিতিতে গোটা বিশ্বকে যখন একসঙ্গে কাজ করতে হবে, তখন উপযোগী পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া প্রথম ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেয়ার হুমকি জানানোর একদিন পরই ন্যাটোর পক্ষ থেকে এ ধরনের বক্তব্য এল। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ