Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে আরেক স্বঘোষিত গুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভারতে কিছুদিন আগেই ধর্ষণের দায়ে স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের ২০ বছর কারাদÐ হয়েছে। এবার আরেক স্বঘোষিত ধর্মগুরু বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। এক তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে। ২১ বছরের এক তরুণী ৭০ বছরের ধর্মগুরু কৌশলেন্দ্র প্রপনচার্য ফালাহারি মহারাজের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। জানা গেছে, আলওয়ারে গুরুর আশ্রমে তিনি ওই তরুণীকে শারীরিক নির্যাতন করেছেন। ঘটনাটি ঘটেছে ৭ অগস্ট। আরাবলি থানার এসএইচও হেমরাজ মীনা জানিয়েছেন, বিলাসপুর পুলিশ তাদের কাছে অভিযোগটি পাঠিয়েছেন। শারীরিক নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত করতে আশ্রমেও গিয়েছিল পুলিশ। কিন্তু তখন গুরু আলওয়ারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকদের থেকে অনুমতি পেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মীনা। পুলিশ সূত্রে জানা গেছে, আইনের পড়াশোনা শেষ করে প্র্যাকটিস করতেন ওই তরুণী। ৭ অগস্ট তিনি আশ্রমে যান। কিছু অর্থ দান করেন। তারপরই তাকে শারীরিক নির্যাতন করে অভিযুক্ত ধর্মগুরু কৌশলেন্দ্র প্রপনচার্য ফালাহারি মহারাজ। বিলাসপুরের ডিএসপি অর্চনা ঝা জানিয়েছেন, ওই তরুণীর বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু। তরুণীর পরিবার কৌশলেন্দ্রর ভক্ত। তারাই ওই তরুণীকে ধর্মগুরুর কাছে পাঠায়। পরিবারের কথামতো তিনি আশ্রমে যান। সেখানেই তাকে ধর্ষণ করা হয়। যদি সেকথা ফাঁস করেন, তাহলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। কিন্তু তিনি বাড়ি গিয়ে সবকিছু জানান। তারপরই ওই তরুণীর বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ