Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কাশ্মীরে মন্ত্রীর গাড়িবহরে গ্রেনেড হামলা: নিহত ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৭, ৩:৪৭ পিএম

ভারতে কাশ্মীরের গণপূর্তমন্ত্রীর গাড়িবহরে গ্রেনেড হামলায় কমপক্ষে ৩ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মন্ত্রীর গাড়িচালকসহ ১২ জন নিরাপত্তাকর্মী।
কাশ্মীরের শ্রীনগরের ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের প্রায় ২৫ মাইল দক্ষিণে ত্রালের একটি ব্যস্ত বাস স্ট্যান্ডের নিকটবর্তী দুটি গ্রেনেড ছুড়ে মারে সন্ত্রাসীরা। যেখানে মানুষের ভিড় জমেছিল। এ ঘটনায় মন্ত্রীর গাড়িচালকসহ ১২ জন নিরাপত্তা কর্মী আহত হন। এতে মন্ত্রী উদ্বিগ্ন।
জানা গেছে, মন্ত্রী নঈম আখতার ও তার বাহিনীকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল সন্ত্রাসীরা। হামলা চালিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মন্ত্রী অক্ষত থাকলেও তার গাড়ির ড্রাইভার ও নিরাপত্তা কর্মীরা আহত হয়েছেন।
"এলাকাটি ঘিরে রাখা হয়েছে", পুলিশ একটি নিউজ এজেন্সিকে এ কথা জানিয়েছে।
তবে যারা মারা গেছেন তারা তিনজনই বেসামরিক নাগরিক বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। নিহত তিনজনের মধ্যে একজন কলেজছাত্রীও রয়েছে।
কিছু সূত্র জানায়, আহত ব্যক্তিরা আধাসামরিক বাহিনীর। এরমধ্যে চারজন পুলিশ সদস্য এবং কিছু বেসামরিক নাগরিক আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ