পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য জরুরি ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে সউদী বাদশাহ দেড় কোটি মার্কিন ডলার (বাংলাদেশী ১২৩ কোটি টাকা প্রায়) মানবিক সহায়তা দেবে। এটি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণর্থীদের জন্য সউদী আরবের পক্ষ থেকে সহায়তার প্রথম ঘোষণা। সউদী আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এখবর জানায়।
বার্তা সংস্থা জানায়, খাদেমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ‘গণহত্যা ও নির্যাতনের কারণে’ মিয়ানমার থেকে পলায়নপর রোহিঙ্গা শরণার্থীদের জন্য দেড় কোটি মার্কিন ডলার বরাদ্দের আদেশ দিয়েছেন।
এদিকে সউদী গেজেটের অনলাইন সংস্করণ জানায়, বাদশাহ সালমান সেন্টার ফর রিলিফ আ্যান্ড হিউম্যানিটারয়িান ওয়ার্কের জেনারেল সুপারভাইজার ড. আব্দুল্লাহ আল-রাবিয়া এ ঘোষণা দেন। রাবিয়ার উদ্ধৃতি দিয়ে সউদী আরবের সংবাদপত্রটিতে বলা হয়, ‘রোহিঙ্গাদের অবস্থা মূল্যায়নের জন্য সেন্টারের একটি বিশেষায়িত টিম কয়েক ঘণ্টার মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হবে।’
তিনি বলেন, টিমটি ত্রাণ, মানবিক সহায়তা ও আশ্রয় সহায়তা দেয়ার জন্য রোহিঙ্গাদের জরুরি প্রয়োজন নিরূপণ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।