Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের ত্রাণ-পুনর্বাসনে অংশ নেবে সেনাবাহিনী -ওবায়দুল কাদের

কক্সাবজার ব্যুরো : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী উখিয়া-টেকনাফ ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে লাখ লাখ রোহিঙ্গা নারী-শিশু-পুরষের মাঝে এখন ত্রাণ কার্যক্রম চলছে সমন্বয়হিনভাবে। আশ্রয় নেয়া এই রোহিঙ্গাদের সংখ্যা ৭/৮ লাখ বলা হলেও ইতোমধ্যে এর সংখ্যা ১০ লাখেরও বেশী বলেই বিভিন্ন সূত্র দাবি করছে। এসব রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের সুবিধার্থে সরকার উখিয়ার ৭টি শিবিরে এবং টেকনাফের ৫াট শিবিরে একত্রিত করে রাখার ব্যবস্থা করেছে।
রোহিঙ্গাদের মাঝে দেশী-বিদেশী এবং বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের উদ্যোগে ত্রাণ তৎপরতা চলতে থাকলেও তা ছিল এতদিন বিক্ষিপ্ত এবং সমন্বয়হীন। সরকার এই ত্যাণ তৎপরতায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও সমন্বয় সৃষ্টি করতে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
গতকাল বুধবার সকালে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া ত্রাণ গ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সেনাবাহিনী অংশ নেবে।
এসময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ সরকার। রোহিঙ্গাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কম সময়ের মধ্যে মাথা গোঁজার ঠাঁই, চিকিৎসা সেবা, স্যানিটেশন ব্যবস্থা এবং খাবার নিশ্চিত করতে দায়িত্ব নেন আওয়ামী লীগ সরকার।
তিনি বলেন, এখন শুধু একটাই শ্লোগান হবে ‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। এ শ্লোগান ধারণ করে রোহিঙ্গাদের সেবায় মানবতার কাজে ঝাঁপিয়ে পড়তে আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেন এবং রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান। এসময় রোহিঙ্গাদের সাথে সরাসরি আলাপ করেন এবং তাঁদের দুঃখ-দুর্দশার খোঁজখবর নিয়ে গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি ২০ সেপ্টেম্বর বেলা ১১ টায় টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে আশ্রয় নেয়া কক্সবাজার পৌরসভার উদ্যোগে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। পরে এসব ত্রাণ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন মন্ত্রী। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে টেকনাফের বাহারছড়া শ্যামলাপুর এলাকায় একটি আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন।



 

Show all comments
  • আলআমিন ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১০:১২ এএম says : 0
    খুব ভাল হয়েছে, সেনাবাহিনী পাশে দাঁড়াচ্ছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ