Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ২৮ মিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২৮ মিলিয়ন ডলার সহায়তা করবে। রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে।
গতকাল বুধবার বিকালে সচিবালয়ের অফিসকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সাথে মতবিনিময়কালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্ণিকাট এ সহায়তা ও অবস্থানের কথা মন্ত্রীকে অবহিত করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
এ সহায়তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রোহিঙ্গা জনগোষ্ঠীর অবর্ণনীয় দুর্দশা মোচনে ও তাদের জরুরি মানবিক সহায়তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। এ মানবিক সংকটে বাংলাদেশের উদারতা এবং বিপদগ্রস্ত মানুষকে সাহায্য পৌঁছে দিতে চলমান প্রচেষ্টার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এ সময় রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বলেন, বাংলাদেশে এখন প্রায় ৪ লক্ষ ২০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এরা মিয়ানমারের নাগরিক। বাংলাদেশের জন্য কষ্টকর হলেও মানবিক কারণে বাংলাদেশ এদেরকে আশ্রয় দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে এদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করছে। মায়া চৌধুরী বলেন, মিয়ানমারকে এসব রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। মিয়ানমারের এসব রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিতে ত্রাণ মন্ত্রী যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পক্ষে সব ধরনের পদক্ষেপ নেয়ার আশ^াস দেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ