নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : দামামা বেজে গেছে হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম আসরের। ২রা নভেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে নেওয়া হয়েছে ৩রা নভেম্বর। দু’দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত বিপিএল ২০১৭ আসরের চূড়ান্ত সূচি অনুযায়ী আসরের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও আসরের নতুন ফ্রাঞ্চাইজি সিলেট সিক্সার্স।
ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আর সবচেয়ে আকর্ষণীয় আসর বিপিএলে এবার ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি তৃতীয় ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে সিলেট। যার ফলে প্রথমবারের মতো বিপিএলের পঞ্চম আসরের খেলাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের তিনটি ভেন্যুতে। একই সাথে বিপিএলের ইতিহাসে এবারই প্রথম ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের উদ্বোধনী ম্যাচ। এবারের আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। নতুন সংযোজন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবারের আসরে চারদিনে মোট আটটি ম্যাচ আয়োজন করার সুযোগ পাচ্ছে। অন্যদিকে, আসরের বাকি ৩৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামে। সিলেট পর্ব শেষে ঢাকায় বিপিএল ফিরবে ১০ নভেম্বর, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। ঢাকায় মোট ১৬টি ম্যাচ আয়োজনের পর ২৪ নভেম্বর থেকে খেলা হবে আসরের তৃতীয় ভেন্যু চট্টগ্রামে। এখানে খেলা হবে মোট ১০টি।
এরপর বিপিএলের চতুর্থ ও শেষ পর্ব আবারো ঢাকায় ফিরবে ২ ডিসেম্বর। সাত দলের টুর্নামেন্টের ফাইনাল ১২ ডিসেম্বর মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার আগে একই ভেন্যুতে ৮ ডিসেম্বর হবে এলিমিনেটর ম্যাচ ও প্রথম কোয়ালিফায়ার। আর ১০ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। সূচি অনুযায়ী গ্রæপ পর্যায়ে প্রতিদিন দু’টি করে ম্যাচ মাঠে গড়াবে। শুক্রবার ব্যতীত প্রতিদিনের প্রথম ম্যাচটি দুপুর ২ টায় এবং দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা ৭টায় শুরু হবে। আর সাপ্তাহিক ছুটি শুক্রবার দিন প্রথম ম্যাচটি দুপুর আড়াইটায় আর সন্ধ্যার ম্যাচটি ১৫ মিনিট পিছিয়ে সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হবে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর শেষ হওয়া প্লেয়ার্স ড্রাফটে আইকনদের পারিশ্রমিক নির্ধারণ করে দেওয়া হলেও দ্বিগুণ টাকায় শীর্ষ পাঁচ ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। যেখানে এগিয়ে রয়েছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। গত আসরে ৫৫ লাখ টাকা পারিশ্রমিক আসর শেষে সেটি দাঁড়িয়েছিল ৯০ লাখ এর কাছাকাছি। এবারে সেটি ছাড়িয়ে সাকিবের মূল্য দাঁড়িয়েছে ১ কোটিরও বেশি। শুধু সাকিবই নন দ্বিগুণ পারিশ্রমিকে নতুন দলের সঙ্গে যুক্ত হয়েছেন তামিম, মুশফিকও। জানা গিয়েছে দেশের এই দুই শীর্ষ ক্রিকেটারকে দলে পেতে ফ্র্যাঞ্চাইজিদের গুনতে হয়েছে ১ কোটি কিংবা তারও বেশি। মূলত আয়করের দিক বিবেচনা করে সত্যিকারের দাম প্রকাশ করতে চাচ্ছেনা কোন ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে মাহমুদউল্লাহ ও মাশরাফির আসল মূল্য ৭০-৮০ লাখের মধ্যে।
বিপিএল ২০১৭-এর চূড়ান্ত সূচি
তারিখ মুখোমুখি সময়
প্রথম পর্ব (সিলেট)
নভেম্বর ৩ সিলেট-ঢাকা দুপুর আড়াইটা
রাজশাহী-রংপুর সন্ধ্যা সোয়া ৭টা
নভেম্বর ৪ সিলেট-কুমিল্লা দুপুর ২টা
খুলনা-ঢাকা সন্ধ্যা ৭টা
নভেম্বর ৬ চট্টগ্রাম-কুমিল্লা দুপুর ২টা
সিলেট-রাজশাহী সন্ধ্যা ৭টা
নভেম্বর ৭ রংপুর-চট্টগ্রাম দুপুর ২টা
সিলেট-খুলনা সন্ধ্যা ৭টা
দ্বিতীয় পর্ব (ঢাকা)
নভেম্বর ১০ রংপুর-রাজশাহী দুপুর আড়াইটা
ঢাকা-সিলেট সন্ধ্যা সোয়া ৭টা
নভেম্বর ১১ চট্টগ্রাম-খুলনা দুপুর ২টা
রাজশাহী-কুমিল্লা সন্ধ্যা ৭টা
নভেম্বর ১৩ ঢাকা-খুলনা দুপুর ২টা
কুমিল্লা-চট্টগ্রাম সন্ধ্যা ৭টা
নভেম্বর ১৪ খুলনা-সিলেট দুপুর ২টা
ঢাকা-চট্টগ্রাম সন্ধ্যা ৭টা
নভেম্বর ১৭ রাজশাহী-সিলেট দুপুর আড়াইটা
খুলনা-চট্টগ্রাম সন্ধ্যা সোয়া ৭টা
নভেম্বর ১৮ ঢাকা-রাজশাহী দুপুর ২টা
রংপুর-কুমিল্লা সন্ধ্যা ৭টা
নভেম্বর ২০ ঢাকা-কুমিল্লা দুপুর ২টা
সিলেট-রংপুর সন্ধ্যা ৭টা
নভেম্বর ২১ রাজশাহী-খুলনা দুপুর ২টা
ঢাকা-রংপুর সন্ধ্যা ৭টা
তৃতীয় পর্ব (চট্টগ্রাম)
নভেম্বর ২৪ খুলনা-রংপুর দুপুর আড়াইটা
চট্টগ্রাম-সিলেট সন্ধ্যা সোয়া ৭টা
নভেম্বর ২৫ কুমিল্লা-রাজশাহী দুপুর ২টা
চট্টগ্রাম-রংপুর সন্ধ্যা ৭টা
নভেম্বর ২৭ চট্টগ্রাম-ঢাকা দুপুর ২টা
খুলনা-রাজশাহী সন্ধ্যা ৭টা
নভেম্বর ২৮ রংপুর-সিলেট দুপুর ২টা
খুলনা-কুমিল্লা সন্ধ্যা ৭টা
নভেম্বর ২৯ চট্টগ্রাম-রাজশাহী দুপুর ২টা
কুমিল্লা-ঢাকা সন্ধ্যা ৭টা
চতুর্থ পর্ব (ঢাকা)
ডিসেম্বর ২ কুমিল্লা-রংপুর দুপুর ২টা
ঢাকা-রাজশাহী সন্ধ্যা ৭টা
ডিসেম্বর ৩ সিলেট-চট্টগ্রাম দুপুর ২টা
রংপুর-খুলনা সন্ধ্যা ৭টা
ডিসেম্বর ৫ কুমিল্লা-খুলনা দুপুর ২টা
রাজশাহী-চট্টগ্রাম সন্ধ্যা ৭টা
ডিসেম্বর ৬ ঢাকা-রংপুর দুপুর ২টা
কুমিল্লা-সিলেট সন্ধ্যা ৭টা
ডিসেম্বর ৮ এলিমিনেটর (টেবিলের তিন ও চার নম্বর দল) দুপুর আড়াইটা
১ম কোয়ালিফাইয়ার (টেবিলের এক ও দুই নম্বর দল) সন্ধ্যা সোয়া ৭টা
ডিসেম্বর ১০ ২য় কোয়ালিফাইয়ার (এলিমেনেটর ও ১ম কোয়ালিফায়ারে পরাজিত দল) সন্ধ্যা ৭টা
ডিসেম্বর ১২ ফাইনাল সন্ধ্যা ৭টা
ডিসেম্বর ১৩ ফাইনালের জন্য রিজার্ভ ডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।