Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরীয়তপুরে জমিজমা নিয়ে সংঘর্ষ আহত ১০

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শরীয়তপুর জেলা সংবাদদাতা : শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জমিজমা বিরোধে দু’গ্রæপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় উভয় গ্রæপের পক্ষে মামলার প্রক্রিয়া চলছে।
পালং মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ধানুকা এলাকার বড় দীঘির জমি নিয়ে স্থানীয় বাবুল বেপারী ও পৌরসভার সাবেক কমিশনার আঃ হাই সিকদারের মধ্যে মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বাবুল বেপারীর দাবি সে ক্রয় সূত্রে এ জমির মালিকা। আঃ হাই সিকদারের দাবি বড় দিঘির জমি তার পৈতৃক সম্পত্তি। গতকাল সকালে আঃ হাই সিকদার বড় দিঘির দক্ষিণ পূর্ব পার্শ্বের পাড়ে একটি দোকানঘর তোলার জন্য খুঁটি পুতে। এ সময় বাবুল বেপারী গিয়ে বাধা দেয়। এ নিয়ে উভয় গ্রæপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। উভয় গ্রæপের প্রায় শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় গ্রæপে আঃ হাই সিকদার, আঃ মজিদ সিকদার, শিরিন আকতার, বাবুল বেপারী, টিপু বেপারী, উজ্জল বেপারী, খোকন বেপারী ও ওমর ফারুক বেপারীসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে।
পালং মডেল থানার ওসি মোঃ খলিলুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শরীয়তপুরে জমিজমা নিয়ে সংঘর্ষ আহত ১০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ