Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ বছর নিষিদ্ধ খালিদ লতিফ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তান ব্যাটসম্যান খালিদ লতিফ। সব ধরনের ক্রিকেটীয় কর্মকাÐ থেকেই নিষিদ্ধ করা হয়েছে তাকে। পাকিস্তান সুপার লিগের এবারের আসরে এমন কাÐে জড়িয়েছিলেন লতিফ। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৬টি দুর্নীতিতে জড়ানোর অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগের প্রমাণ পাওয়ার পরেই বুধবার এই রায় ঘোষণা করা হয়। তাকে আরও ১ মিলিয়ন রুপিও জরিমানা করেছে পিসিবি। লতিফের এই কাÐের রায় যখন দেওয়া হচ্ছিল তখন সেখানে উপস্থিত ছিলেন না তার আইনজীবী বাবর আলম। যদিও নিজের মক্কেলকে নিয়ে বেশ কিছু বিষয়ে আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন তিনি। তাই বেশ কিছু শুনানিতেও উপস্থিত থাকেননি। এমনকি এ সংক্রান্ত ট্রাইব্যুনালের বিরুদ্ধেও আলাদা একটি মামলা করেছেন বাবর আলম।
১৭ বছর আগে অভিষেক হওয়া এই ক্রিকেটারের নিষেধাজ্ঞা শেষ হবে ৩৬ বছর বয়সে। এই নিষেধাজ্ঞার শাস্তি কোনওভাবে কমানো বা পরিবর্তনের কোনও সুযোগ হয়তো থাকছে না। তাই আপাতদৃষ্টিতে ক্যারিয়ারের শেষটাই দেখতে পারেন লতিফ!

বান্ধবীকে আক্রমণের দায়ে...
স্পোর্টস ডেস্ক : বান্ধবী ও মডেল সেফরা গয়জনানকে আক্রমণ করার অপরাধে ৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে বায়ার্ন মিউনিখের ফরাসি আন্তর্জাতিক ফুটবল তারকা কিংসলে কোম্যানকে। গত বছরের জুনে নিজ বাড়িতে বান্ধবীকে আক্রমণ করেছিলেন ২১ বছর বয়সী কোম্যান। এসময় তিনি ১৮ মাস বয়সী কন্যার জননী সেফরাকে তিন দিনে দু’বার আক্রমণ করেন। এই ঘটনায় আদালতে অপরাধী প্রমাণিত হন কোম্যান।
ফ্রান্সের আদালত দীর্ঘ শুনানি শেষে তাকে ৫ হাজার ইউরো জরিমানা করেন। প্যারিস সেন্ট জার্মেইন ও জুভেন্টাসের সাবেক এই ফুটবলারের বিপক্ষে অনুষ্ঠিত শুনানিতে সাবেক ওই বান্ধবী উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ