মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পে ২৪৮ জন নিহত হয়েছে। এর মধ্যে রাজধানী মেক্সিকো সিটিতে ১১৭, মোরেলোস রাজ্যে ৫৫, পুয়েবলা রাজ্যে ৩৯ জন নিহত হন। এ ছাড়াও কয়েকটি এলাকায় অজ্ঞাত সংখ্যক মানুষ হতাহত হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার দুপুর ১টা ১৪ মিনিটে রিখটার স্কেলে ৭.১ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ধসে পড়েছে এবং বহু লোক নিহত হয়েছে এবং অজ্ঞাত সংখ্যক লোক ধ্বংসাবশেষের মধ্যে আটকা পড়েছে। মেক্সিকো সিটির কাছেই মরেলস রাজ্যের গভর্নর জানিয়েছেন ব্যাপক ভূমিকম্পের প্রথম কয়েক ঘন্টার মধ্যেই ৪২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং ঐ অঞ্চলে আরও লোক হতাহত হবার আশংকা রয়েছে। প্রেসিডেন্ট এনরিখ পেনা নিয়েতো বলেছেন মেক্সিকো সিটিতে অন্তত ২৭টি ভবন বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে গোটা রাজধানী শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং শহরের বিভিন্ন জাগায় আগুন লেগেছে। মেক্সিকো সিটি হচ্ছে বিশ্বের অন্যতম জনবহুল শহর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিয়েছেন তিনি মেক্সিকোর এই সঙ্কটময় সময়ে সমর্থন ও সহযোগিতার কথা জানিয়ে একটি বার্তা দিয়েছেন। একটি টুইট বার্তায় ট্রাম্প লেখেন মেক্সিকো সিটির অধিবাসীদের প্রতি ঈশ্বরের অনুগ্রহ থাকুক। আমরা আপনাদের সঙ্গেই আছি এবং থাকবো। মেক্সিকান কর্তৃপক্ষ আন্তর্জাতিক বিমান বন্দরে সব রকমের তৎপরতা স্থগিত করে দিয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ঠিক দু’সপ্তাহ আগে মেক্সাকোর দক্ষিণাঞ্চলে আরেকটি ভুকম্পনে ৯০ জনের ও বেশি নিহত হয় । তবে যুক্তরাষ্ট্রের ভূতত্ব জরিপ বিভাগ বলছে যে এই দুটি ভূমিকম্পের মধ্যে বাহ্যত কোন সম্পর্ক নেই। অপর এক খবরে বলা হয়, ইউএস জিওলজিক্যাল সার্ভে বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরের পুয়েবলা রাজ্যের আতেনসিঙ্গোতে। ভূমিকম্পে দেশটির মোরেলোস ও পুয়েবলা রাজ্য দুটিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পরপর কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। তবে যোগাযোগব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ায় উদ্ধারকাজে বিঘœ ঘটছে বলে জানিয়েছে সিএনএন। বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ৪৪টি স্থানে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন মেক্সিকো সিটির মেয়র মিগুয়েল অ্যাঙ্গেল টেলেভিসা। ভূমিকম্পে ধসে পড়া একটি স্কুলে বেশ কিছু শিক্ষার্থী আটকা পড়েছে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী বাহিনী। মেক্সিকো সিটির ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক জেনিফার সোয়াডেল বিবিসিকে জানান, ভূমিকম্পের পর তার স্কুলের একটি অংশ ভেঙে পড়েছে। তিনি বলেন, হঠাৎ শ্রেণিকক্ষটি কেঁপে উঠল। তারপরই বিকট শব্দে স্কুলের একটি দেয়াল ধসে পড়ল। তবে তার আগেই আমরা সেখান থেকে সরে এসেছিলাম। সৌভাগ্যবশত এ ঘটনায় আমাদের কেউ হতাহত হয়নি। সিএনএন, বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।