Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা বিতাড়ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করবে পশ্চিমবঙ্গ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রোহিঙ্গাদের অনুপ্রবেশ রুখতে মিয়ানমার সীমান্তবর্তী রাজ্যগুলোয় টহলদারি বাড়িয়েছে ভারত। উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরাম সরকার জানিয়েছে এখনো পর্যন্ত রোহিঙ্গা অনুপ্রবেশের কোনো খবর নেই। মিয়ানমারের সঙ্গে ১ হাজার ৬৪৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তেই টহলদারি বাড়িয়েছে ভারত। মিয়ানমার সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য মিজোরাম পুলিশ কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকারের আধা-সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়ে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় বলে একটি ঊর্ধ্বতন স্বরাষ্ট্র বিভাগের কর্মকর্তা জানান। অপর দিকে মিয়ানমারে গণহত্যার মুখে ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠাতে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের শিশু অধিকার কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেছেন, একজন রোহিঙ্গা শিশুও যদি পুশ ব্যাকের শিকার হয়, তা আমরা মেনে নেব না। সে জন্যই আমরা সুপ্রিম কোর্টে মামলা করব। কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ওই মামলা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিও নেয়া হয়েছে। নরেন্দ্র মোদীর সরকার ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে কয়েকটি জনস্বার্থ মামলা হয়েছে। পিটিআই,এনডিটিভি।



 

Show all comments
  • Shamim ২১ সেপ্টেম্বর, ২০১৭, ৭:৫৪ এএম says : 0
    71 torir manobota aj harie felce varot
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ