Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতা ঘিরে বিতর্কের অবসান চায় হংকং

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চীনশাসিত বৈশ্বিক আর্থিক কেন্দ্র হংকংয়ের স্বাধীনতা ঘিরে সব বিতর্কের অবসান চান হংকংয়ের নেতারা। কেননা এর ফলে হংকংয়ের সঙ্গে বেইজিংয়ের কমিউনিস্ট পার্টির নেতাদের সম্পর্কের অবনতি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এ বিষয়ে হংকংয়ের বর্তমান প্রধান নির্বাহী ক্যারি ল্যাম জোর দিয়ে বলেন, সরকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। এরই মধ্যে আন্দোলনটি তার মূল জায়গা থেকে সরে গেছে। আন্দোলন থেকে এক দেশ, দুই নীতিকে আক্রমণ করা হচ্ছে এবং এটা বেইজিং ও হংকংয়ের মধ্যকার সম্পর্ক নষ্ট করার জন্য দায়ী। তিনি আরো বলেন, এটা হংকংয়ের উন্নয়নের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এখনই এ বিষয়টি থামানো প্রয়োজন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ অন্যান্য চীনা নেতৃত্ব সবাইকে সতর্ক করে জানিয়েছেন, স্বাধীনতার আলোচনা হচ্ছে এমনই এক সীমা, যা অতিক্রম করা উচিত নয়। কারণ হংকং চীনের অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতার আলোচনা ঘিরে এরই মধ্যে হংকং ও বেইজিংপন্থী ছাত্রদের মধ্যে বিরোধ তুঙ্গে পৌঁছেছে। রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ