Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আধুনিক দাসত্বের শিকার বিশ্বের ৪ কোটি মানুষ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জোরপূর্বক শ্রম ও বিয়ের মতো কারণে বিশ্বে চার কোটিরও বেশি মানুষকে আধুনিক দাসত্বের জীবনযাপন করতে হচ্ছে। দাসত্ব-বিরোধী কয়েকটি সংগঠনের এক যৌথ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ হয়েছে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও), মানবাধিকার সংস্থা ওয়াক ফ্রি ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন যৌথভাবে এ প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ২০১৬ সালে চার কোটি মানুষ আধুনিক দাসত্বের শিকার হয়েছে। প্রতিবেদনে বাধ্যতামূলক শ্রম ও অনিচ্ছা সত্তে¡ও বিয়েতে বাধ্য করাকে আধুনিক দাসত্ব হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন কারখানা, নির্মাণ স্থাপনা, খামার ও মাছ ধরার নৌকাগুলোয় ২ কোটি ৪৯ লাখ জনের থেকে বাধ্যতামূলক শ্রম আদায় করা হচ্ছে। এছাড়া আরো ১ কোটি ৫৪ লাখ মানুষকে জোরপূর্বক বিয়ের কারণে দাসত্বের জীবনযাপন করতে হচ্ছে। প্রতি চারজন আধুনিক দাসের তিনজনই নারী ও কন্যাশিশু। এছাড়া প্রতি চারজন আধুনিক দাসের মধ্যে একজনই শিশু। আফ্রিকা অঞ্চলে এ ধরনের দাসত্বের হার সবচেয়ে বেশি। এর পরই রয়েছে এশিয়া-প্যাসিফিক অঞ্চল। অঞ্চলভেদে এ সংখ্যায় পার্থক্য রয়েছে। আফ্রিকা মহাদেশে প্রতি হাজারে ৭ দশমিক ৬, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতি হাজারে ৬ দশমিক ১ এবং ইউরোপ ও মধ্য এশিয়ায় প্রতি হাজার জনসংখ্যায় ৩ দশমিক ৯ জন আধুনিক দাসত্বের ফাঁদে আটকা। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত খাবার আমরা খাচ্ছি; তাদের তৈরি করা পোশাক পরছি। তারা যেসব ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করছে, হয়তো সেখানেই আমরা বসবাস করছি বা কাজ করে যাচ্ছি। মোটামুটিভাবে সব দেশেই এ ধরনের অপরাধ সংঘটিত হতে দেখা যায়। প্রথমবারের মতো প্রকাশিত এ ধরনের যৌথ প্রতিবেদনে শ্রমিকদের অধিকার আরো সুসংহত করার প্রতি জোর দেয়া হয়েছে। পাশাপাশি অভিবাসীদের জন্য প্রশাসনিক কাঠামো উন্নত করা, ঋণ-দাসত্বের কারণ অনুসন্ধানে কার্যক্রম গ্রহণে পরামর্শ দেয়া হয়েছে। আইএলওর জোরপূর্বক শ্রম-বিষয়ক বিশেষজ্ঞ হোতান হুমিয়ুনপুর বলেন, আগে এ ধরনের প্রতিবেদন তৈরিতে ভিন্ন তথ্য, ব্যাখ্যা ও মেথডলজি ব্যবহার করা হতো। ফলে প্রতিষ্ঠানভেদে প্রতিবেদনে ভিন্ন ভিন্ন হিসাব উঠে আসত। যেমনÑ ২০১৬ সালে ওয়াক ফ্রির অনুসন্ধানে দেখা গেছে, বিশ্বে মোট ৪ কোটি ৫৮ লাখ মানুষ আধুনিক দাসত্বের শিকার। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ