মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সঙ্কট খুব দ্রুত সমাধান হবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পর এক সংক্ষিপ্ত সাইডলাইন বৈঠকে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সেখানে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সঙ্কট নিয়ে তাদের আলোচনার পর ট্রাম্প এ মন্তব্য করেন। গতকাল বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে ‘বন্ধু’ বলে অভিহিত করেছেন কাতারি আমির। তিনি আশা প্রকাশ করেছেন খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের এই কূটনৈতিক সঙ্কট সমাধান করা সম্ভব। গত ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সউদী আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাতার। ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্যের সমস্যাটি সমাধানের চেষ্টা করছি এবং আমি মনে করি এটা সমাধান হয়ে যাবে। আমার বিশ্বাস এটা খুবই শিগগির সমাধান হবে। কাতারি আমির শেখ তামিম বলেন, যুক্তরাষ্ট্র ও কাতারের খুব ভালো সম্পর্ক রয়েছে। কাতারেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। আমির মনে করেন কারও হস্তক্ষেপই এই সমস্যার সমাধান হবে। তিনি বলেন, আমরা সবসময়ই বলেছি আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি এবং থাকবো। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।