Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাখাইনের ধ্বংসযজ্ঞ ইতিহাসের লজ্জাজনক কালো অধ্যায় -এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:২৩ পিএম | আপডেট : ১:২২ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০১৭

জাতিসংঘের হিসাবমতে ২৫ আগস্টের পর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত মিয়ানমার থেকে পালিয়ে চার লাখ ২১ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট তায়েফ এরদোগান নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে অংশ নিয়ে মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর চলমান সহিংসতা নিয়ে কথা বলেছেন।

এরদোগান বলেন, ‘উদ্দেশ্যমূলক সন্ত্রাসী হামলার জের ধরে মিয়ানমারের রাখাইন অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীকে জাতিগতভাবে নির্মূল করে দেয়া হচ্ছে। রোহিঙ্গা মুসলিমরা এমনিতেই চরম দারিদ্র্যসীমার বসবাস করছে, সবধরনের সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের নাগরিকত্বও দেয়া হয়নি। এবার তাদের গ্রামগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়া হচ্ছে। হাজার হাজার রোহিঙ্গা ওই অঞ্চল এমনকি নিজ দেশ ত্যাগে বাধ্য হচ্ছে। যদি শীঘ্র মিয়ানমারের এই বিয়োগান্তক ঘটনার অবসান না ঘটে তবে বিশ্ব মানবতার ইতিহাসে তা আরেকটি লজ্জাজনক কালো অধ্যায় হয়ে থাকবে।



 

Show all comments
  • Ataur Rahman ২০ সেপ্টেম্বর, ২০১৭, ৬:২৮ পিএম says : 0
    Ruhinga muslimderke sahajjer hat barate hobe.ruhinga hottake ami ninda janai
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ