Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুবেলকে নিয়ে আশাবাদী বিসিবি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরে মূলত চোখ থাকবে পেসারদের উপর। সেখানকার কন্ডিশন পেস বান্ধব হওয়াই এমনটাই স্বাভাবীক। সেই হিসেবে বল হাতে টাইগার দলকে নেতৃত্ব দিতে হবে রুবেল হোসেনকে। কিন্তু সফর শুরু হতে না হতেই শুনতে হলো একটা দুঃসংবাদ। দলের বাকি সদস্যরা দক্ষিণ আফ্রিকায় পৌঁছে অনুশীলন শুরু করলেও দেশেই রয়ে গেছেন রুবেল হোসেন।
স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে মোট দুই ধাপে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা দক্ষিণ আফ্রিকা পাড়ি জমিয়েছে। শনিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন তামিম ইকবাল ও ইংল্যান্ড হাইপারফরম্যান্স দলে থাকা সুবাশিস রায়। দ্বিতীয় ধাপে তামিমের সঙ্গে যাত্রা শুরু করার কথা ছিল রুবেলেরও। সেই হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলেও বিমানে উঠা হয়নি তার। এমনকি কবে নাগাদ দক্ষিণ আফ্রিকায় যেতে পারবেন তাও জানেন না তিনি। ‘ছাড়পত্র জটিলতা’র মারপ্যাঁচে আটকে গেছে তার দক্ষিণ আফ্রিকা সফর।
রুবেলের আচমকা বিমানবন্দর থেকে এভাবে ফিরে আসা প্রসঙ্গে জানতে চাওয়া হলে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য রুবেল এখনো ছাড়পত্র পাননি উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান, ‘কোনো কোনো দেশের নতুন নিয়মানুযায়ী এখন চূড়ান্ত গন্তব্য থেকে ‘ওকে টু বোর্ড’ ছাড়পত্রের দরকার হয় যাত্রীদের। বোর্ডিং পাস দেওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসও সেই ছাড়পত্রটি এনে থাকে। যেকোনো কারণেই হোক অন্যদের ছাড়পত্র এলেও আসেনি রুবেলেরটি।’
দলের বাকি সদস্যদের ছাড়পত্র মিললেও রুবেল হোসেনের ছাড়পত্র কেন মিললো না এমন প্রশ্নের উত্তরে তিনি ভাবছেন হয়তো একই নামের কোনো বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত হয়ে থাকতে পারেন। যার ফলে, এর ভুক্তভোগী হতে হচ্ছে রুবেল হোসেনকে।
তবে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সাথে রুবেল হোসেন ইস্যুতে বিসিবির কথা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। আর শীঘ্রই এই সমস্যার সমাধান ঘটবে আর রুবেলও দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবেন বলে বিশ্বাস বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার, ‘আমরা ওর ছাড়পত্রের অপেক্ষায় আছি। আসামাত্রই আমরা ওকে বিমানে তুলে দেব।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান অবশ্য আশাবাদী রুবেলের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে। তিনি জানান ভুলটা হয়েছে দক্ষিণ আফ্রিকার ভিসা অফিসের। তবে টেস্ট সিরিজের আগেই রুবেল দক্ষিণ আফ্রিকার মাটিতে পা রাখতে পারবেন বলে তার বিশ্বাস। তিনি বলেন, ‘ভিসা সংক্রান্ত কিছু ভুল হয়েছে। দক্ষিণ আফ্রিকার ভিসা অফিসের ভুল। ওর জন্ম তারিখ নিয়ে ঝামেলা হয়েছে। সমস্যার সমাধান হতে আরও দুয়েকদিন লাগবে। টেস্ট সিরিজের আগেই সে যেতে পারবে।’উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্টের পাশাপাশি তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার পেসিং কন্ডিশনে টাইগার দলের গুরুত্বপূর্ণ সদস্য গতি তারকা রুবেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ