নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দুই বছর বিরতির পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট ফেস্টিভ্যাল (উৎসব)। গত দুই আসরের মতো এবারও উৎসবটির আয়োজক সমর্থকদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। এবারের আসরটিও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়।
‘বাংলাদেশ ক্রিকেট ফেস্টিভ্যাল ২০১৭’ নামের এই উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে, চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবটি বসছে রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।
এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে ক্রিকেট স্মারক প্রদর্শনী। ক্রিকেট স্মারক সংরক্ষণ করছেন- বাংলাদেশের এমন ক্রিকেটপ্রেমীরা অংশ নিতে পারবেন এই প্রদর্শনীতে। দুর্লভ সংগ্রহশালা নিয়ে এই উৎসবে হাজির হবেন বাঘা বাঘা ক্রিকেট স্মারক সংগ্রাহকরা। এছাড়াও চারদিনব্যাপী আয়োজনে থাকছে দেশসেরা ক্রিকেট সমর্থক ও ক্রিকেট বিষয়ক ফেসবুক গ্রুপগুলোকে নিয়ে পৃথক দুটি সেমিনার; ক্রিকেট সাংবাদিকতা, প্রেজেন্টেশন ও ধারাভাষ্য বিষয়ক আলোচনা এবং সমর্থকদের জন্য তারকাদের বিশেষ অটোগ্রাফ সেশন। উৎসবে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলগুলোও।
এর আগে ২০১৪ ও ২০১৫ সালেও সফলভাবে ব্যতিক্রমধর্মী এই উৎসবের আয়োজন করেছিল বিসিএসএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।