Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতিসংঘের কাঠামোগত সংস্কার চান এরদোগান

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, জাতিসংঘকে কাঠামোগত সংস্কার করতে হবে। যদি তা করতে পারা যায় তবে বিশ্বশান্তিতে এ সংস্থাটি কার্যত ভূমিকা রাখতে পারবে। গত সোমবার নিউইয়র্ক সিটিতে এরদোগান এ মন্তব্য করেন। এরদোগান বলেন, বিভিন্ন ত্রæটি থাকার পরও জাতিসংঘ বিশ্বের শেষ আশ্রয়স্থল, যেখানে বিভিন্ন বক্তব্য উত্থাপন করা যায়, বিভিন্ন সমস্যার সমাধানও বের করা হয়। কিন্তু একথা সত্য যে, যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল তখনকার বিশ্বব্যবস্থা আর বর্তমান বিশ্ব ব্যবস্থা একরকম নয়। তাই বিশ্বশান্তি নিশ্চিত করতে এ সংস্থার সংস্কার জরুরি হয়ে পড়েছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যভুক্ত কোনো রাষ্ট্র যদি অন্যায় করে তখন বিশ্বশান্তির জন্য তাহলে তার ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া যায় না ইঙ্গিত করেন এরদোগান। আনাদুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ