Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

চীন মহাসড়ক চালু করেছে নেপাল সীমান্তে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

তিব্বতের নেপাল সীমান্তবর্তী এলাকায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক চালু করেছে চীন। তিব্বতের শাইগাস শহরের কেন্দ্রের সঙ্গে শাইগাস বিমানবন্দরকে যুক্ত করা ৪০ দশমিক চার কিলোমিটারের মহসড়কটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বলে জানিয়েছে এনডিটিভি। ২৫ মিটার প্রশস্ত এ মহাসড়কটি চালু হওয়ায় শহরটি থেকে বিমানবন্দরে যেতে আগের এক ঘন্টার জায়গায় এখন মাত্র ৩০ মিনিট লাগবে বলে জানা গেছে। সংক্ষিপ্ত আরেকটি সড়ক চীনের এ জাতীয় মহাসড়কটিকে নেপাল সীমান্তের সঙ্গে যুক্ত করেছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। এতে আরো বলা হয়, বেসামরিক ব্যবহারের পাশাপাশি প্রয়োজনে সামরিক উদ্দেশ্যেও মহাসড়কটি ব্যবহার করা যাবে বলে মন্তব্য করেছেন চীনা বিশেষজ্ঞরা। নতুন এ সড়কটিকে শাইগাস-লাসা রেলওয়ে লাইনের সমান্তরালে রেখে নির্মাণ করা হয়েছে এবং এটি শাইগাসে শহরের রিং রোডকে সাংহাই থেকে নেপাল সীমান্তের ঝাংমু পর্যন্ত ৫,৪৭৬ কিলোমিটার দীর্ঘ জি৩১৮ মহাসড়কের সঙ্গে যুক্ত করেছে। জি৩১৮-র অংশ হিসেবে মহাসড়কটি সীমান্ত শহর ঝাংমুকে তিব্বতের রাজধানী লাসার সঙ্গে যুক্ত করেছে। ভবিষ্যতে এটিকে চীন-নেপাল আন্তর্জাতিক রেলপথের সঙ্গেও যুক্ত করা যাবে বলে জানিয়েছেন সাংহাই ইনিস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সেন্টার ফর এশিয়া-প্যাসিফিকের পরিচালক ঝাও গানচেং। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘গেøাবাল টাইমস’ বিশেষজ্ঞদের বরাতে জানিয়েছে, মহাসড়কটি দক্ষিণ এশিয়া একটি অর্থনৈতিক ও সামরিক রুট তৈরি করার ক্ষেত্রে চীনকে সক্ষম করে তুলেছে এবং নেপালের সঙ্গে একটি রেলপথ নির্মাণের পথকে সুগম করেছে। নতুন অংশটির মাধ্যমে জি৩১৮ মহাসড়কটি একপাশে নেপালের সঙ্গে সংযুক্ত হয়েছে, এর অপর অংশটি তিব্বতের নাইংচি শহরের সঙ্গে যুক্ত, যা ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী একটি শহর। মহাসড়কটির বিশাল একটি অংশ চীনের আন্তর্জাতিক সীমান্তের খুব কাছ দিয়ে গিয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ