গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর আব্দুল্লাহপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে আব্দুল্লাহপুরের প্রধান সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করলে সাড়ে এগারোটা নাগাদ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ ব্যাপারে উত্তরা পূর্ব থানায় যোগাযোগ করা হলে অপারেটর আনোয়ার হোসেন জানান, বকেয়া বেতন-ভাতার দাবিতে উত্তরা দক্ষিণখানের আটিপাড়ায় অবস্থিত এপিএস গ্রুপের পোশাক শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ গিয়ে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। একই সঙ্গে বিঘ্ন ঘটা যানচলাচলও স্বাভাবিক হয়।
এদিকে আন্দোলনরত শ্রমিকরা জানান, বেতন ভাতা না পরিশোধ করেই গত চার দিন থেকে পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।