নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জি পাঠক, ঠিকই পড়ছেন- ‘পীরবাবা’-র পরের শব্দটা বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের নামই! কিন্তু মাশরাফি বিন মর্তুজার নামের আগে ‘পীরবাবা’ উপাধি কেন! তবে কি জ্যোতিষশাস্ত্রে নাম লেখালেন নড়াইল এক্সপ্রেস?
ঘটনা বলা যাক খোলাসা করেই। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে দলের অন্যদের কাছে তিনি অভিভাবক। কোনো সিরিজ-টুর্নামেন্ট শুরুর আগে দলের অনেকেই তাই সলাপরামর্শ করেন মাশরাফির সাথে। মজার ব্যাপার হচ্ছে, এই সলাপরামর্শের সময়ে মাশরাফি যেসব কথা বলেন, সেগুলো নাকি সিরিজ চলাকালে হুবুহু মিলে যায়। আর এই ব্যাপারটিই মাশরাফিকে তামিমদের কাছে করে তুলেছে ‘পীরবাবা’-র মতো!
পাকিস্তানে বিশ্ব একাদশের হয়ে খেলা শেষে পাকিস্তান থেকে গেলপরশু সরাসরি দক্ষিণ আফ্রিকা গেছেন বাংলাদেশ দলের এই ড্যাশিং ওপেনার। সেখানে সাংবাদিকদের ‘পীরবাবার সঙ্গে কথা হয়েছে?’ এমন প্রশ্নের জবাবে মাশরাফির নাম উল্লেখ করে তামিম বলেন, ‘কে? মাশরাফি ভাই? হা-হা-হা! নাহ্, উনি এখন উল্টাপাল্টা কথা বলেন।‘ উল্টাপাল্টা কথা বলেন মানে! তামিম হাসতে হাসতে জানালেন, ‘অস্ট্রেলিয়া সিরিজে বললেন, তুই ফিফটি পাবি, কিন্তু সেঞ্চুরি হবে না। তা-ই হলো। আবার সাকিব ৫ উইকেট পাবে বলেছিলেন। তাই এবার আর উনার সঙ্গে কথা বলব না!’
মাশরাফির এমন নির্ভুল ভবিষ্যদ্বাণীর পর তাকে ‘জ্যোতিষ’ আখ্যা দিতে পারেন অনেকে! তবে তামিমের মতে, এটি মাশরাফির অভিজ্ঞতার ফসল। জাতীয় দলের বাঁহাতি ওপেনার বলেন, ‘অনেক অভিজ্ঞ মানুষ। আমার ধারণা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, ফোকাস আর ফর্ম দেখে বলে দেন, লেগেও যায়। আমার বেলাতে বেশি হয়। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করব, এটাও বলেছিলেন।’
ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার দুর্দান্ত দুই ডেলিভারিতে আউট হয়েছিলেন- এটি মনে করিয়ে দিয়ে তামিম আরও বলেন, ‘আসলে কেউ ভালো কোনো সম্ভাবনার কথা বললে ভালো লাগে। তার মানে এই না যে ব্যাটিংয়ে গিয়ে মনে মনে মাশরাফি ভাইয়ের কথা ভাবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হতো। কিন্তু এমন দুটি বল পেলাম যে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।