মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পানামা পেপারসে আর্থিক কেলেঙ্কারির মামলায় প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার সেই শূন্য আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন তার স্ত্রী কুলসুম নওয়াজ। তিনি ৬১ হাজার ২৫৪টি ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসমীন রশিদ পেয়েছেন ৪৭ হাজার ৬৬টি ভোট। খবর ডন ও রয়টার্সের।
খবরে বলা হয়, গতকাল রোববার ২২০টি কেন্দ্রে ভোট দিয়েছেন ভোটাররা। এর মধ্যে ১০৩টি পুরুষ ভোটারদের জন্য, ৯৮টি নারী ভোটারের জন্য এবং ১৯টি কেন্দ্র ব্যবহার করা হচ্ছে নারী-পুরুষ যৌথভাবে ভোট দেওয়ার জন্য। এ আসনের ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ৭৮৬।
পাকিস্তানের ইতিহাসে এবারই প্রথমবারের মতো বায়োমেট্রিক ভোটার ভেরিফিকেশন মেশিন ব্যবহার করা হয়। ৩০ হাজারের মতো ভোটার বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পান। পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা এ ভোটগ্রহণ প্রক্রিয়া তত্ত্বাবধান করে।
পাকিস্তান জাতীয় সংসদের অন্তর্গত লাহোর ১২০ নম্বর আসন থেকে পিএমএল(এন) প্রার্থী হিসেবে লড়েছিলেন কুলসুম নওয়াজ। ফলাফল ঘোষণা হতেই তিনি এগিয়ে যান। জয় নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা।
কুলসুম নওয়াজের জয়ের পর দলীয় নেতা সাদ রফিক জানিয়েছেন, এই রায় প্রমাণ করল জনগণ পানামা পেপারসে মামলায় নওয়াজ শরিফকে পদচ্যুত করা মেনে নেননি। আমরা লাহোরের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি।
এই মুহূর্তে পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন আসিফ খাকান আব্বাসি।
উল্লেখ্য, গত ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হওয়ার পর পদত্যাগ করেন নওয়াজ শরিফ। এরপর তার আসনটি শূন্য হয়। এর আগে ক্ষমতাসীন পিএমএলএনের প্রার্থী হিসেবে নওয়াজের ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের এ আসনে নির্বাচন করার কথা ছিল। পরে শাহবাজ নিজেই জানান, বেগম কুলসুম নওয়াজই নির্বাচন করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।