Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘চলে যাও, না হলে সবাইকে মেরে ফেলব’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৫২ এএম | আপডেট : ৩:৫৫ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তর–পশ্চিমাঞ্চলে প্রত্যন্ত দুটি রোহিঙ্গা গ্রাম ঘিরে রেখেছে স্থানীয় মগরা। তাদের খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা জানান, রাখাইন বৌদ্ধরা গ্রামে এসে তাদেরকে বলছে, ‘চলে যাও, না হলে সবাইকে মেরে ফেলব’।

রয়টার্স এক খবরে জানায়, প্রাণ বাঁচাতে পালানোর পথ খুঁজছে এসব রোহিঙ্গা। ওই গ্রাম দুটো থেকে তাদেরকে বেরিয়ে যাওয়ার সুযোগ দিতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে তারা।

আহ নায়ুক পাইন গ্রামের একজন রোহিঙ্গা কর্মকর্তা মং মং জানান, আমরা আতংকিত। শীঘ্রই আমরা অনাহারে মারা যাব। তারা আমাদের গ্রাম পুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে।

গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে কয়েকটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলার জের ধরে মিয়ানমার সেনাবাহিনী নতুন অভিযান শুরু করে। নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর তাদের নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চলতে থাকে। এরপর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৪ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকেছে।



 

Show all comments
  • Md sohel shaikh ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১:২১ পিএম says : 0
    Mianmar er sathe sob dhoroner nomporko sinno kora hok. tader sob dhoroner ponno babohar kora bondho korun.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ