Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের পক্ষে কথা বলায় বরখাস্ত বিজেপি নেত্রী

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মিয়ারমারের রাখাইন রাজ্যে চলমান নির্যাতন অত্যাচারে প্রাণে বেঁচে যাওয়া রোহিঙ্গাদের প্রার্থনা সভায় সকলকে আমন্ত্রণ জানানোর ‘অপরাধে’ বরখাস্ত হলেন ভারতের আসামের তথা উত্তর-পূর্বে বিজেপির অন্যতম নেত্রী বেনজির আরফান। গতকাল ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউনাইটেড মাইনরিটি পিপলস ফোরাম’ মিয়ানমারে খুন হওয়া রোহিঙ্গাদের জন্য গত শনিবার ফ্যান্সি বাজারে প্রার্থনা সভার আয়োজন করে। বিজেপির মজদুর মোর্চার কার্যনির্বাহী কমিটির সদস্য বেনজির দলের ফেসবুক পেজে ওই সভায় সকলকে যোগ দেওয়ার আহŸান জানিয়ে পোস্ট লেখেন।
তার জেরেই আসাম প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়া তাকে বরখাস্ত করে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিস দেন। নোটিসে বলা হয়, দলের সঙ্গে কোনও আলোচনা না করে, দলের নীতি-আদর্শের তোয়াক্কা না করে, মিয়ানমারের ঘটনা নিয়ে অন্য সংগঠনের হয়ে কর্মসূচির কথা এভাবে পোস্ট করে নিয়ম ভেঙেছেন বেনজির।
এ নিয়ে বেনজিরের বক্তব্য, দলীয় সভাপতি রঞ্জিৎ দাসের দুর্নীতি ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে মুখ খোলাতেই তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি ভুল করে ওই বার্তায় ‘প্রতিবাদী অনশন’ লিখেছিলেন এবং শেষ পর্যন্ত ওই কর্মসূচিতে যোগও দেননি। অথচ দলের সংখ্যালঘু ফোরামের মুখ্য আহŸায়ক রোশেনারা বেগম ওই সভায় অংশ নিলেও তাকে বরখাস্ত করা হয়নি।
বেনজির বলেন, ‘২০১২ সাল থেকে বিজেপিতে আছি। দলের খারাপ সময়ও সঙ্গ ছাড়িনি। বিজেপির ভিত্তি না থাকলেও জনিয়াতে বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে লড়ে ভাল ফল করেছি। তারপরও যেভাবে সামান্য ভুলে আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল- তা অন্যায়। তিন তালাকের শিকার এক মহিলার বিরুদ্ধে সভাপতির এই আক্রোশমূলক কাজের জবাব প্রধানমন্ত্রীর কাছে চাইব।’ সূত্র : ওয়েবসাইট।
রোহিঙ্গা নিধন কয়েক দশকের মধ্যে বিশ্বের নিষ্ঠুরতম ঘটনা ওয়াশিংটন পোস্ট
মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিম স¤প্রদায়কে জাতিগত নিধনে ঘটনাটি গত কয়েক দশকের মধ্যে নিষ্ঠুরতম ঘটনা বলে আখ্যায়িত করেছে প্রভাবশালী মার্কিন দৈনিক পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট। ১৬ সেপ্টেম্বর দৈনিকটির এক সম্পাদকীয়তে এই মন্তব্য করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ