Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাম্পেও উপেক্ষিত হাফিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 চলতি মাসের শেষে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলংকার বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের ডাকা হয়েছে এক ক্যাম্প। আগামীকাল থেকে লাহোরে শুরু হওয়া সংক্ষিপ্ত এই কন্ডিশনিং ক্যাম্পের জন্য ১৮ সদস্যের পাকিস্তানি দলও ঘোষনা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে এই ক্যাম্পেও ঠাঁই মেলেনি অভিজ্ঞ ওপেনার মোহাম্মদ হাফিজের।
২০১৬ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন হাফিজ। সম্প্রতি শেষ হওয়া ইন্ডিপেনডেন্স কাপেও টি২০ দলে জায়গা হয়নি হাফিজের। এই ক্যাম্পের জন্য নির্বাচকরা তিনজন ওপেনারকে বিবেচনা করেছেন, তারা হলেন আহমেদ শেহজাদ, শান মাসুদ ও সামি আসলাম।
মিসবাহ-উল-হক ও ইউনিস খানের অবসরের পরে নির্বাচকরা কার্যত তরুণদের নিয়ে দল গঠনেই বেশী আগ্রহী হয়ে উঠেছেন। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যেই ওয়ানডে ও টি২০ ফর্মেটে বেশ কয়েকজন তরুণ দলে অন্তর্ভূক্ত হয়েছেন। আসন্ন টেস্ট সিরিজের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ২৬ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান উসমান সালাহউদ্দিন। প্রথম শ্রেণীর ক্রিকেটে উসমানের ব্যাটিং গড় ৪৭।
এই দলে আরো রয়েছেন বাঁহাতি স্পিনার মুহাম্মদ আসগারসহ আরো দুই স্বীকৃত স্পিনার। তবে সুখবর হলো বেশ কিছুদিন পরে আবারো দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ। গোঁড়ালির ইনজুরির কারণে তিনি বিশ্রামে ছিলেন। অন্যদিকে ফিরেছেন প্রথম সন্তানের জন্মের কারনে ছুটিতে থাকা আরেক পেসার মোহাম্মদ আমিরও।
অনুশীলন ক্যাম্পের জন্য পাকিস্তানি স্কোয়াড : আজহার আলী, শান মাসুদ, আহমেদ শেহজাদ, সামি আসলাম, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, উসমান সালাহউদ্দিন, সরফরাজ আহমেদ, মুহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, মোহাম্মদ আসগার, বিলাল আসিফ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, হাসান আলী, মোহাম্মদ আব্বাস ও মির হামজা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ